English

24 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
- Advertisement -

প্রচণ্ড ঠাণ্ডাতেও ট্যাংকের পানি থাকবে গরম! জানুন সহজ পদ্ধতি

- Advertisements -

শীতের সময় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা একটি বড় চ্যালেঞ্জ। এর পর পানির টেপ ছেড়ে সামনে হাত রাখার সঙ্গে সঙ্গে মনে হয় যেন বরফের টুকরা হাতে পড়ছে। আর যদি ট্যাংকের পানি দিয়ে গোসল করতে হয়, তাহলে সেটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়।

মধ্যবিত্ত অনেক পরিবারের পক্ষে বাথরুমে গিজার লাগানো প্রায় অসম্ভব।

তা ছাড়া, পানি গরম করার জন্য ইমারসন রড ব্যবহার করলেও বিদ্যুৎ বিল বাড়তেই থাকবে। আর সে জন্য সকালে গরম পানি দিয়ে গোসল করা প্রায় অসম্ভবই হয়ে পড়ে!

টেপ ছাড়ার সঙ্গে সঙ্গেই বরফ ঠাণ্ডা পানি। ডিসেম্বর ও জানুয়ারিতে গোসলের চিন্তা মাথায় এলে এটাই মনে হয়! এই সমস্যার অবশ্য সমাধান আছে! বিদ্যুৎ, গ্যাস বা অন্য কিছুর জন্য কোনো খরচ না করে ছাদের ট্যাংকের পানি হালকা গরম রাখা যেতে পারে।

কিছু সহজ ও কার্যকর কৌশলের মাধ্যমে মাত্র দুই মিনিটের মধ্যে ছাদের ট্যাংকের পানি গরম করতে সাহায্য করবে।
এটি সারা দিন ট্যাংকের পানি উষ্ণ রাখবে। 

ট্যাংকের পানি কিভাবে গরম রাখবেন

যদি পানির ট্যাংক বাইরে বা ছাদে অবস্থিত হয়, তাহলে এর চারপাশে থার্মোকলের একটি পুরু চাদর জড়িয়ে রাখা খুবই কার্যকর সমাধান হতে পারে। থার্মোকল ঠাণ্ডার বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে। এটি তাপকে বেরিয়ে যেতে এবং ঠাণ্ডা বাতাসকে ট্যাংকে প্রবেশ করতে বাধা দেয়।

একটি সোয়েটার ঠিক যেমন শরীরের তাপ ধরে রাখে, তেমনি থার্মোকল পানির তাপ ধরে রাখে। এটি সকালে পানিকে খুব ঠাণ্ডা হতে বাধা দেয়। এর ফলে ট্যাংকের পানি সারা দিন গোসল বা বাসন ধোয়ার জন্য ব্যবহারযোগ্য থাকে। সবচেয়ে ভালো কথা, এই দ্রবণটি খুবই সস্তা ও দীর্ঘস্থায়ী।

যদি কারো বাড়িতে প্যাকেজিং বাবল র‌্যাপ পড়ে থাকে, তাহলে তা ফেলে দিলে হবে না।
বরং, এটি রেখে দিতে হবে। কারণ শীতকালে এটি ট্যাংকের জন্য প্রাকৃতিক হিটার হিসেবে কাজ করে। এই বাবল র‌্যাযাপটি বাতাসভরা থাকে, যা ট্যাংককে ঠাণ্ডা হতে বাধা দেয়। 

ট্যাংকটিকে দুই বা তিনটি স্তরে শক্ত করে মুড়িয়ে রাখলে ট্যাংকের দেওয়ালে ঠাণ্ডা বাতাস পৌঁছাতে বাধা পায়, যার ফলে পানি বেশিক্ষণ উষ্ণ থাকে। শীতকালে, বাইরের শিশির ও ঠাণ্ডা বাতাস পানিকে সবচেয়ে বেশি ঠাণ্ডা করে। যদি ট্যাংকটি খোলা ছাদে থাকে, তাহলে এটি একটি টারপলিন, কাঠের শেড বা ছোট টিনের শেড দিয়ে ঢেকে দিতে হবে।

এটি ট্যাংকে সরাসরি ঠাণ্ডা পৌঁছাতে বাধা দেবে এবং ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবে। এমনকি, শিশিরের ফোঁটাও রাতে ট্যাংকটিকে ঠাণ্ডা করতে পারবে না। গ্রামাঞ্চলে অনেক মানুষ তাদের ট্যাংকগুলোকে পুরনো বস্তা বা মোটা কাপড় দিয়ে ঢেকে রাখে, যা ঠাণ্ডা থেকে সুরক্ষা হিসেবে কাজ করে।

আরেকটি বৈজ্ঞানিক ও প্রাকৃতিক পদ্ধতি রয়েছে। ট্যাংকটি কালো, গাঢ় নীল বা গাঢ় বাদামি রং করলে এটি দ্রুত সূর্যালোক শোষণ করতে সাহায্য করে। গাঢ় রং তাপ ধরে রাখে।

সারা দিন সূর্যালোকের সংস্পর্শে থাকার কারণে ট্যাংকটি ধীরে ধীরে গরম হয়। এর জন্য কোনো বিদ্যুৎ, বাইরের সাহায্য বা অন্যান্য খরচের প্রয়োজন হয় না। যদি ছাদে ভালো রোদ আসে, তাহলে ট্যাংকটি এমন দিকে রাখতে হবে যেখানে সবচেয়ে বেশি রোদ আসে।

সূর্যের প্রাকৃতিক তাপ পানির তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে, যার ফলে সকালে গোসল সহজ হবে। দিনের বেলা তাপ বের হয়ে যাওয়া রোধ করতে রাতে ট্যাংকটি কাপড় বা কম্বল দিয়ে ঢেকে রাখতে ভোলা উচিত নয়। এই পদ্ধতিটি নতুন বা ব্যয়বহুল নয়, তবে এটি ১০০% কার্যকর।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/k5xn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন