English

36.8 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
- Advertisement -

প্রতিদিন আলু খেলে স্বাস্থ্যের কী ক্ষতি

- Advertisements -
সবার রান্নাঘরেই আলু থাকবেই। প্রায় সব তরকারিতেই আলু দেওয়ার চল রয়েছে। আলু ভাজা, আলুর দম, তরকারিতে আলু, মাংসের ঝোলে আলু, মাছ কিংবা ডিমেও আলু দেওয়া হয়। আর আলু খেতে অনেকেই বেশ পছন্দ করেন।

সকালের নাশতায় লুচি, আলুভাজা, লাঞ্চ কিংবা ডিনারের পদে আলু, এমনকি সিদ্ধ ভাত খেলেও ঘি কিংবা মাখন সহযোগে আলু সেদ্ধ, আলু ভর্তা খেতেই বেশ পছন্দ করে বাঙালি।

কিন্তু রোজ এত পরিমাণ আলু খেলে কিন্তু শরীরে অনেক সমস্যা দেখা দিতে পারে। প্রতিদিন অনেকটা পরিমাণে আলু খেলে শরীর-স্বাস্থ্যে কী কী সমস্যা হতে পারে, তা জানাতেই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নিই।

ব্লাড সুগারের মাত্রা আচমকা বাড়িয়ে দিতে পারে আলু। কারণ এই সবজিতে রয়েছে হাই গ্লাইসেমিক ইনডেক্স। তাই যাদের ডায়াবেটিস রয়েছে তারা তো আলু খাওয়া এড়িয়ে চলবেনই। যাদের সুগার নেই, তারাও আলু খাওয়ার পরিমাণ কমান।
নাহলে ডায়াবেটিস হতে পারে।
যাদের ডায়াবেটিক রোগীরা প্রতিদিন অনেকটা আলু খেলে একধাক্কায় ব্লাড সুগার অনেকটা হাই হয়ে যেতে পারে বা বেড়ে যেতে পারে।আলুতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। তাই প্রতিদিন বেশি পরিমাণে আলু খেলে বদহজম, গ্যাস, পেট ফেঁপে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া কোষ্ঠকাঠিন্যের সমস্যাও বাড়তে পারে প্রচুর পরিমাণে।সবার এই সমস্যা না হলেও অনেকের শরীরে এই অসুবিধা দেখা দিতে পারে। তাই আলু খাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন।

প্রতিদিন প্রচুর আলু খেলে আপনার শরীরে অন্যান্য নিউট্রিয়েন্টস স্বাভাবিকের তুলনায় কিছুটা কম পরিমাণে ঢুকতে পারে বা শোষিত হতে পারে। এর ফলে আপনার শরীরে প্রয়োজনীয় অনেক নিউট্রিয়েন্টসের ঘাটতি হতে পারে। তাই সার্বিকভাবে সুস্থ থাকতে আলু খাওয়ার পরিমাণ কমাতে হবে।

আলুর মধ্যে কার্বোহাইড্রেট ও ক্যালরির পরিমাণ অত্যন্ত বেশি। তাই প্রতিদিন যদি প্রচুর পরিমাণে আলু খান, তাহলে আপনার ওজন বৃদ্ধি পেতে পারে। তাই ওজন কমাতে চাইলে আলু খাওয়ার আগেই রাশ টানা জরুরি।

অনেকেই প্রতিদিন আলুভাজা খান, কিংবা আলু দিয়ে তৈরি অন্যান্য অনেক পদই খেয়ে থাকেন। বাড়িতে আলুর চিপসও তৈরি করেন অনেকে। এইসব আলুর পদ প্রতিদিন খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়বে। তাই প্রতিদিন আলু খাওয়ার অভ্যাস ত্যাগ করা উচিত।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pmsv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন