পানিই জীবন। পানি ছাড়া কোনও প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু গবেষকরা বলছেন, অতিরিক্ত পানি খাওয়া উচিত নয়। অতিরিক্ত পানি খেলে শরীরের ফ্লুইড ব্যালেন্স বা তরলের ভারসাম্য নষ্ট হয়ে যায়,কিডনির উপর চাপ পড়ে এবং কার্যক্ষমতা কমে যায়।
হৃদযন্ত্রে সমস্যা:
বেশি পানি খেলে শরীরের আদ্রতা বেড়ে যায় যা হৃদযন্ত্রের ভারসাম্য নষ্ট করে। রক্তের পরিমাণ বাড়িয়ে দেয় ফলে হৃৎপিণ্ড ও রক্তনালীর উপর বাড়তি চাপ পড়ে।
মূত্রত্যাগে সমস্যা:
অতিরিক্ত জল খেলে স্বাভাবিকভাবেই মূত্রত্যাগের পরিমাণ বেড়ে যায়, ফলে প্রস্রাবের সঙ্গে শরীর থেকে বিভিন্ন প্রয়োজনীয় খনিজ উপাদান বেরিয়ে যায়। দেহে সোডিয়ামের পরিমাণ কমে গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে।
রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত:
শরীরে তরলের পরিমাণ বেশি হলে রক্ত সঞ্চালন প্রক্রিয়ার উপর চাপ পড়ে। দেখা দেয় মাথাব্যথা, বমিবমি ভাব, মাংসপেশীতে ব্যথা।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/3arn

অভিনেতা নাসির খান ডায়াবেটিস এর রোগী ছিলেন তার ধারণা ছিল বেশি বেশি পানি খেলে কিডনি ভালো থাকবে। সেই জন্য সব সময় হাতে পানির বোতল রাখতেন এবং সব সময় পানি পান করতেন,যে কারণে কিডনি ফেল করে এবং মারা যান।