শুধু মুখ নয়, কপাল থুতনিতেও ভরে যায় ব্রণে। এই সমস্যা টিনেজারদের মধ্যে বেশি দেখা গেলেও যেকোনো বয়সেই ব্রণে নাজেহাল হতে পারে যে কেউ। বাজারের পাওয়া নামিদামি ক্রিম থেকে ঘরে টোটকা, সবকিছু ব্যবহারেও উপকার পাচ্ছেন না!
আর সে জন্য অনেকে পরামর্শ দিয়ে থাকেন, মুখে রসুনের রস মাখলে ব্রণ দূর হয়! কথাটা কতটুকু সত্য? রসুনে রয়েছে অ্যালিসিন নামক রাসায়নিক যৌগ। এই উপাদান ব্রণ ও তার দাগছোপ থেকে রেহাই দিতে পারে বলে অনেকেই মনে করেন।
আর তাই, মুখে ব্রণ দেখা গেলেই রসুনের রস লাগাতে শুরু করেন অনেকেই।
রসুনের কোয়া থেঁতো করে দুধ ও গোলাপ জল মিশিয়ে অনেকেই একরকম মিশ্রণ তৈরি করে নেন। আর এই মিশ্রণ ব্রণের ওপর ক্রমাগত ব্যবহার করতে শুরু করেন। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি এভাবে ব্রণ দূর হয়?
ত্বকের জন্য ক্ষতিকর এই উপাদানগুলো জ্বালাপোড়া বা প্রদাহ তৈরি করতে সক্ষম।
