ঘটনাটি ভিয়েতনামের। দেশটির দক্ষিণাঞ্চলে একই শপের দুটি ব্রাঞ্চ থেকে বান মি স্যান্ডইউচ খেয়ে অন্তত ১৬২ জন ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়েছেন। পরে তারা হাসাপাতালে ভর্তি হয়েছেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই শপের দুটি ব্রাঞ্চ থেকে বান মি স্যান্ডউইচ খাওয়ার পর অনেকেই বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, ডায়রিয়া, জ্বর ও ক্লান্তিতে ভোগার কারণে হাসপাতালে ভর্তি হন। বান মি স্যান্ডউইচ হলো ভিয়েতনামের একটি ঐতিহ্যবাহী খাবার।
এ ঘটনায় হো চি মিন সিটির ওই দোকান দুটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, স্যান্ডউইচগুলো নষ্ট হয়ে থাকতে পারে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
হো চি মিন সিটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোগীদের লক্ষণগুলো সম্ভবত সালমোনেলা (অন্ত্রের রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া) সংক্রমণের কারণে ছিল। গিয়া দিন পিপলস হাসপাতালে একজন রোগীর রক্ত পরীক্ষার রিপোর্টেও সালমোনেলা পজিটিভ পাওয়া গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ১০৫ জন ভুক্তভোগী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বাকিরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
এর আগে, গত বছরের মে মাসে দক্ষিণ ভিয়েতনামের একটি শপ থেকে বান মি স্যান্ডইউচ খাওয়ার পর ৫৬০ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেসময় প্রাথমিক তদন্তে জানা যায়, ওই বেকারি খাদ্যের ন্যূনতম নিরাপত্তা মান পূরণ করেনি।
