English

29.8 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

ভেজা হাতে ফোন ব্যবহারে কী ঝুঁকি, এড়াবেন কীভাবে?

- Advertisements -

ভেজা হাতে ফোন ব্যবহারের ক্ষতিগুলো জানুনফোন এখন আমাদের প্রতিদিনের সঙ্গী। কিন্তু বর্ষার দিনে কিংবা রান্নাঘরের মতো ভেজা পরিবেশে যখন হাতে পানি লেগে থাকে, তখনও আমরা প্রায়শই ফোন ব্যবহার করি। কেউ কল রিসিভ করেন, কেউ ছবি তোলেন, আবার কেউ মেসেজ লিখে পাঠান—সবই ভেজা হাতে! কিন্তু জানেন কি, এই সামান্য অভ্যাসই আপনার প্রিয় ডিভাইসটির জন্য বড় ক্ষতির কারণ হতে পারে? টাচস্ক্রিন সমস্যা থেকে শুরু করে শর্টসার্কিট—সবকিছুরই ঝুঁকি বাড়ে ভেজা হাতে ফোন ধরলে। কীভাবে এড়াবেন এই ঝুঁকি? জেনে নিন বিস্তারিত।

১. টাচস্ক্রিনের সমস্যা

ভেজা হাতে ফোন ব্যবহার করলে স্ক্রিন ঠিকভাবে কাজ করে না। পানির কণাগুলো টাচ সেন্সরের সিগন্যাল বিভ্রান্ত করে। ফলে ভুল টাচ রেসপন্স বা ‘ঘোস্ট টাচ’ দেখা দেয়—যা ফোনের নিজে নিজেই কাজ করার মতো দেখায়।

২. শর্টসার্কিট বা ইলেকট্রনিক ক্ষতি

ভেজা আঙুল বা পানি ফোনের চার্জিং পোর্ট, স্পিকার বা বোতামে পৌঁছে গেলে শর্টসার্কিট হতে পারে। এতে ফোন একেবারে বন্ধ হয়ে যেতে পারে কিংবা হার্ডওয়্যার ক্ষতিগ্রস্ত হয়।

৩. চার্জিংয়ের সময় দুর্ঘটনা

ভেজা ফোন চার্জে দিলে তা বিপজ্জনক হতে পারে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি তো আছেই, তার পাশাপাশি ব্যাটারি বা চার্জিং পোর্ট নষ্ট হয়ে যেতে পারে।

৪. স্পিকার ও মাইক্রোফোনে পানি জমে যাওয়া

ফলে ফোনের শব্দ কমে যায় বা ভেঁপু জাতীয় আওয়াজ হয়। দীর্ঘ সময় শুকিয়ে না নিলে স্থায়ী ক্ষতিও হতে পারে।

এই ক্ষতি কীভাবে এড়াবেন?

১. ফোন ব্যবহারের আগে হাত মুছে নিন

ভেজা হাতে ফোন ধরবেন না। কাছে টিস্যু বা মাইক্রোফাইবার ক্লথ রাখুন।

২. ওয়াটারপ্রুফ কেস ব্যবহার করুন

আইপি৬৮ রেটিংযুক্ত কভার বা সিলিকন ওয়াটারপ্রুফ কেস ফোনকে রক্ষা করে বৃষ্টির পানি ও ভেজা হাতের ক্ষতি থেকে।

৩. ওয়াটাররেসিস্ট্যান্ট ফোন কিনুন

যাদের বাজেট আছে, তারা আইপি৬৭ কিংবা আইপি৬৮ রেটিংযুক্ত ফোন ব্যবহার করলে অল্প পানি সমস্যা সৃষ্টি করতে পারে না।

৪. ভেজা অবস্থায় ফোন চার্জ দেওয়া এড়িয়ে চলুন

চার্জিং পোর্ট শুকিয়ে গেলে তবেই ফোন চার্জে দিন। প্রয়োজন হলে পোর্টে হালকা বাতাস বা ফ্যান ব্যবহার করুন শুকানোর জন্য।

৫. স্পিকার ভিজে গেলে কী করবেন?

অনেক ফোনে এখন ‘স্পিকার ক্লিনার’ অ্যাপ বা ফিচার থাকে, যা কম্পনের মাধ্যমে ভেতরের পানি বের করে দেয়। চাইলে ব্যবহার করতে পারেন।

বৃষ্টির দিনে বা রান্নাঘরে কাজ করার সময় ভেজা হাতে ফোন ব্যবহার আজকাল খুবই সাধারণ অভ্যাস হয়ে উঠেছে। কিন্তু এই অভ্যাসই আপনার দামী ফোনের আয়ু কমিয়ে দিতে পারে। একটু সতর্কতা ও কিছু সঠিক গ্যাজেট ব্যবহারেই এই ক্ষতি সহজেই এড়ানো সম্ভব। তাই রোদ-ঝড়-বৃষ্টি—যা-ই হোক, নিজের এবং ফোনের নিরাপত্তায় সচেতন থাকুন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jwyy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন