English

26 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
- Advertisement -

ভেটকি মাছের তন্দুরি

- Advertisements -

চিকেন তন্দুরি তো কমবেশি সবাই খেয়েছেন, তবে কখনো ভেটকি মাছের তন্দুরি খেয়েছেন? খুব কম উপকরণে সহজেই তৈরি করা যায় এই পদ।

জেনে নিন রেসিপি-

উপকরণ

১. ভেটকি মাছ ৫-৬ পিস
২. টকদই ২ টেবিল চামচ
৩. কাঁচা মরিচ বাটা
৪. আদা বাটা সামান্য
৫. রসুন বাটা পরিমাণমতো
৬. ধনে গুঁড়া ১ চামচ
৭. কাশ্মীরি মরিচের গুঁড়া ১ চামচ
৮. গরম মসলার গুঁড়া ১ চামচ
৯. স্বাদ অনুযায়ী লবণ ও
১০. মাখন পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে ভেটকি মাছের পিসগুলো পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটা পাত্রে টকদই, কাঁচা মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া, গরম মসলা গুঁড়া ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন।

মসলার এই পেস্ট মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে আধা ঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন। মাখন গলিয়ে নিন। তন্দুরি করার যন্ত্র বা গ্রিলারে ম্যারিনেট করা মাছগুলো এপিঠ ওপিঠ করে সেঁকে নিন।

গ্রিল বা বারবিকিউ করার যন্ত্র না থাকলে ননস্টিক প্যানে কিছুটা মাখন মাখিয়েও সেঁকতে পারেন মাছগুলো। ভেটকি মাছ খুব নরম হয়। একটুতেই ভেঙে যেতে পারে।

তাই মাছ সেঁকার সময়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আপনি চাইলে মাছের পিস না করে, গোটা ভেটকির তন্দুরিও করতে পারেন।

মাছ ভালো করে ভাজা হয়ে গেলে পুদিনা চাটনি সহযোগে গরম গরম পরিবেশন করুন। এর সঙ্গে শসা পেঁয়াজ কুচিও রাখতে পারেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/86n4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন