English

27.2 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
- Advertisement -

মাঝেমধ্যেই তলপেটে যন্ত্রণা? হতে পারে যে রোগের উপসর্গ

- Advertisements -
আধুনিক জীবনে সময়ের পেছনে ছুটতে গিয়ে কিছু কিছু রোগের প্রকোপ বাড়ছে। দিন দিন লম্বা হচ্ছে প্রেসক্রিপশনে ওষুধের তালিকা। সেই সঙ্গে গল ব্লাডারে স্টোনের সমস্যায় এখন অনেকেই ভুগছেন। এই রোগের মূল উপসর্গ পেটে ব্যথা।
নিয়মিত পেটে ব্যথাই জানান দেয় যে পিত্তথলিতে পাথর জমেছে। 

কিন্তু আরো কিছু উপসর্গ রয়েছে। তা-ও জেনে রাখা জরুরি, যেহেতু নানা কারণেই পেটে ব্যথা হয়। তবে তারও আগে জানা দরকার অন্য একটি কথা। কী কারণে গল ব্লাডারে পাথর জমতে পারে, কিভাবেই বা এই রোগের ঝুঁকি এড়াবেন?

টানা অনেকটা সময় খালি পেটে থাকলে গল ব্লাডারে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে। ওজন বেড়ে গেলেও পিত্তথলির ওপর চাপ পড়ে। তার জেরেও অনেক সময় গল ব্লাডারে পাথর জমে। মধ্য বয়স থেকেই এই রোগের আশঙ্কা বেড়ে যায়।

তাই চল্লিশের আশপাশের সময় থেকে পানি খাওয়ার নিয়ম আরো কড়া হওয়া জরুরি।

ডায়াবেটিক রোগীদেরও সতর্ক হতে হবে। কারণ এই রোগে আক্রান্তদের গল ব্লাডারে পাথর জমার আশঙ্কা বেশি। এ ছাড়া বংশে কারো এই রোগ থাকলেও সাবধান হওয়া ভালো।

এই উপসর্গগুলো জানান দেবে যে আপনার গল ব্লাডারে পাথর জমেছে

  • পিত্তাশয়ে পাথর হলে মাংস বা তেল-মসলাদার খাবার খেলেই পেটে তীব্র যন্ত্রণা হয়।
  • সঙ্গে হয় বমিও।
    • মাঝেমাঝেই কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং সঙ্গে পেটে ব্যথা হয়।
    • গল ব্লাডারে পাথর জমার মূল লক্ষণ পেটের ডান দিক থেকে ব্যথা শুরু হয়ে ডান কাঁধ পর্যন্ত পৌঁছায়। এরকম হলে অতি তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যাওয়া উচিত।
    • প্রস্রাবের রং দেখেও সতর্ক হওয়া যায়। গাঢ় খয়েরি রঙের প্রস্রাব হলে বুঝবেন, পিত্তথলিতে পাথর জমার ইঙ্গিত হতে পারে।
    • গল ব্লাডারে পাথর জমলে অনেকেই জন্ডিসের মতো রোগে আক্রান্ত হন। জন্ডিস হলেও সতর্ক থাকতে হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/6b38
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন