মুখে কোলেস্টেরলের লক্ষণ
চোখের আশপাশে হালকা হলুদ দাগ, ছোট বা বড় দাগ বলে দেবে শরীরে খারাপ কোলেস্টেরলের বাড়তে শুরু করেছে। তাই এমন সংকেত থাকলে সবার আগে বুঝে নিতে হবে খারাপ কোলেস্টেরল শরীরে বাসা বাঁধছে। অনেকের আইরিশের চারদিকে সাদা রিং থাকে, তবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই দাগ স্পষ্ট হতে থাকে।
কিন্তু ৪০ বছরের আগেই যদি এসব লক্ষণ দেখা দেয়, সেক্ষেত্রে ধরে নিতে হবে কোলেস্টেরল বাড়ছে।
কোলেস্টেরলের কারণে চোখের শিরা পর্যন্ত প্রভাবিত হতে পারে।চোখে ক্লান্তি, চোখে জ্বালা জ্বালা ভাব, চোখের পাতা ভারী হয়ে আসা—এসব কিছুই কোলেস্টেরলের লক্ষণ।
এসব লক্ষণ বা কোনো একটি লক্ষণ চোখে পড়লেই চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষা করুন আজই।