কোনো উপলক্ষ সামনে এলে শরীর ও ত্বকের যত্ন নেওয়ার কথা মনে পড়ে অনেকের। অনুষ্ঠান উপলক্ষে নিজেকে সাজিয়ে তুলতে কে না চায়? চেহারা ও শরীরে এতটুকু খুঁত রাখতে চান না কেউই। তাই নিখুঁত আই ব্রো থেকে শুরু করে মুখের অবাঞ্ছিত লোম তুলে ফেলা এই সব কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে করতে মরিয়া হয়ে ওঠেন নারীরা।
কিন্তু আই-ব্রো করার পর বা মুখে থ্রেডিং করার পর বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়।
এড়িয়ে চলতে হয় বেশকিছু ভুলত্রুটি। কী কী মেনে চলবেন এক্ষেত্রে, তা জানুন আজকের প্রতিবেদনে।
আই-ব্রো করার পর বা মুখে থ্রেডিং করার পর অবশ্যই বাড়ি ফিরে ঠাণ্ডা পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। এরপর চাইলে মুখে জ্বালাভাব এড়াতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।
থ্রেডিং করার ২৪ ঘণ্টার মধ্যে কোনোরকমের মেকআপ না করার চেষ্টা করুন। একইসঙ্গে কোনোরকম অ্যান্টি-এজিং ক্রিম বা এই ধরনের কিছু ব্যবহার ওইদিন না করার চেষ্টা করুন।
যথাসম্ভব মুখের ত্বককে হাইড্রেটেড রাখার চেষ্টা করুন। ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলেও বিভিন্ন সমস্যা দেখা যায় থ্রেডিং করার পর। তাই চেষ্টা করুন আই-ব্রো বা মুখাবয়বে থ্রেডিং করার পর যথাসম্ভব নিয়ম মেনে চলার।