English

32.9 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫
- Advertisement -

মুটিয়ে গেলে কী ধরনের সমস্যা হয়

- Advertisements -

বিশ্বজুড়ে মুটিয়ে যাওয়া মানুষের সংখ্যা বাড়ছে। বিশ্বের প্রতি ছয়জন বয়স্ক ব্যক্তির মধ্যে একজন এতে আক্রান্ত। আপনি স্থূলকায় কিনা, তা নিরূপণের মাপকাঠি হলো বিএমআই। এর পুরো অর্থ দাঁড়ায় বডি ম্যাস ইনডেক্স। ওজন আর উচ্চতা জানা থাকলে নির্ণয় করা যায় বিএমআই। ওজন নিতে হবে কেজিতে আর উচ্চতা মিটারে। মিটারের বর্গ দিয়ে কেজিকে ভাগ দিলেই বেরিয়ে আসবে স্থূলতা। যদি বিএমআই ২৩-এর বেশি হয়, তবে আপনি অতিরিক্ত ওজনধারী। আর ২৮ কিংবা তার ওপর হলে আপনি স্থূলকায়। অবশ্য ইউরোপ-আমেরিকার মানুষের জন্য মাপকাঠিতে ভিন্নতা রয়েছে। তাদের ক্ষেত্রে এই মান ৩০-এর বেশি হলে স্থূলতা বলে বিবেচিত হবে।

কোমরের মাপ নিন

কোমরের মাপ নিয়েও স্থূলতা নির্ণয় করা যায়। কটিদেশের বহর যদি এশিয়ান পুরুষের ৯০ এবং নারীর ৮০ সেন্টিমিটারের বেশি হয়, তবেই বিপত্তি। এটি নির্দেশ করে, পেটে জমে গেছে চর্বির আস্তর।

কটিদেশ ও উচ্চতার অনুপাত বেশি নয়তো

স্থূলতার আরেক মানদণ্ড হলো কটিদেশ ও উচ্চতার অনুপাত। এটি যদি শূন্য দশমিক ৫-এর বেশি হয়, তবে বিপদ। কারও উচ্চতা ৬০ ইঞ্চি আর কোমর যদি হয় ৩৬, তবে অনুপাত দাঁড়াবে শূন্য দশমিক ৬, যা বিপদচিহ্ন নির্দেশ করে।

কেন পেটের চর্বি ক্ষতিকর

শরীরের অন্য জায়গা আর পেটে চর্বির আস্তর জমে যাওয়ার মধ্যে বিপদের ফারাক রয়েছে। পেটের চর্বি হলো বিপজ্জনক। এটিকে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় ভিসেরাল ফ্যাট। এ চর্বিই যত বিপত্তির উৎপত্তিস্থল। এখান থেকেই তৈরি হয় কয়েক পদের হরমোন, যা সুস্থতার বিপক্ষে কাজ করতে থাকে।

আপেল কিংবা নাশপাতি

দেহে চর্বি জমে যাওয়ার ওপর ভিত্তি করে দেহের আকৃতিকে কেউ বলেছেন আপেলের মতো, কেউ বলেছেন নাশপাতির মতো। আপেলের মতো পেটের আকৃতি বিপদের লক্ষণ। নাশপাতির মতো যদি হয়, তবে বিপদ কম। নাশপাতির মতো মানে হলো পেটে চর্বি কম, কিন্তু নিতম্বদেশে বেশি। এটি ক্ষতিকর নয়। সে জন্য বলা হয়, নাশপাতির মতো হও, আপেলের মতো নয়।

স্থূলতা থেকে বিপদ

মুটিয়ে গেলে বিভিন্ন ব্যাধি এসে হাজির হতে পারে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃৎপিণ্ডের অসুখ, আর্থ্রাইটিস, ফ্যাটি লিভার, কোলেস্টেরলের আধিক্য, কতিপয় ক্যান্সার, বিষণ্নতা– এসবই হতে পারে স্থূলতার কারণে। এটি পুরুষ কিংবা নারী উভয়ের প্রজনন স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং মুটিয়ে যাওয়া থেকে সাবধান হোন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/z4zg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন