ঠোঁট স্ক্রাব করুন
ঠোঁটেও মৃত কোষ জমে। নিয়মিত লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট আরো নিষ্প্রাণ দেখায়। তাই সপ্তাহে ২–৩ দিন ঠোঁট স্ক্রাব করা দরকার।
ঠোঁট কোমল রাখতে লিপ বাম ব্যবহার করুন। বাজারে নানা ধরনের লিপ বাম পাওয়া যায়, তবে ঘরেও সহজে বানিয়ে নিতে পারেন।
ঘরোয়া লিপ বাম বানানোর উপায়: নারিকেল তেলের সঙ্গে পেট্রোলিয়াম জেলি মিশিয়ে নিন। চাইলে কয়েক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন। মিশ্রণটি কৌটোয় ভরে ফ্রিজে রেখে দিন।
ঘি ব্যবহার করুন
রাতে ঘুমানোর আগে ঠোঁটে ঘি লাগান। ঘি ঠোঁটের আর্দ্রতা ধরে রাখে এবং ফাটা ঠোঁট সারায়।
লিপস্টিক ব্যবহারের আগে কী করবেন?
দিনে দুইবার লিপ বাম লাগান।
সপ্তাহে দুই দিন লিপ স্ক্রাব করুন।
লিপস্টিক দেওয়ার আগে ঠোঁটে লিপ প্রাইমার লাগান।
লিপ লাইনার দিয়ে ঠোঁটের গঠন দিন, এরপরে লিপস্টিক ব্যবহার করুন।
চাইলে দুই রঙের লিপস্টিক মিশিয়ে স্টাইল করতে পারেন।
তুলি ব্যবহার করে লিপস্টিক দিলে ব্লেন্ড ভালো হয়।
শেষে লিপ গ্লস লাগালে ঠোঁট আরো উজ্জ্বল দেখায়।
ঠোঁটের সৌন্দর্য ঠিক রাখতে চাইলে লিপস্টিকের পাশাপাশি প্রয়োজন নিয়মিত যত্ন। স্ক্রাব, আর্দ্রতা ও সঠিক মেকআপ; এই তিনেই ঠোঁট থাকবে সুন্দর ও আকর্ষণীয়।