English

28.9 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫
- Advertisement -

ম্যাট লিপস্টিক ব্যবহারে ঠোঁটের যত্ন কেমন হওয়া উচিত?

- Advertisements -
অনেক সময় দেখা যায়, ম্যাট লিপস্টিক ব্যবহার করলেই ঠোঁট শুকিয়ে গিয়ে ফাটতে শুরু করে। আবার যারা সারাদিন এয়ার কন্ডিশনড ঘরে থাকেন, তাদেরও ঠোঁট দ্রুত শুকিয়ে যায়। ঠিকমতো যত্ন না নিলে ঠোঁট রুক্ষ ও খসখসে হয়ে যায়। তখন দামি লিপস্টিক পরলেও ঠোঁট আকর্ষণীয় দেখায় না।
চলুন, জেনে নিই কী করবেন। 

ঠোঁট স্ক্রাব করুন
ঠোঁটেও মৃত কোষ জমে। নিয়মিত লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট আরো নিষ্প্রাণ দেখায়। তাই সপ্তাহে ২–৩ দিন ঠোঁট স্ক্রাব করা দরকার।

ঘরোয়া স্ক্রাব বানানোর উপায়: মধু ও চিনি মিশিয়ে ঠোঁটে লাগিয়ে নিন। দাঁত মাজার ব্রাশ দিয়ে হালকা ঘষে স্ক্রাব করুন। এতে ঠোঁট নরম হবে এবং মৃত কোষ উঠে যাবে। চাইলে কফি আর নারিকেল তেল মিশিয়েও স্ক্রাব বানাতে পারেন।
লিপ বাম ব্যবহার করুন
ঠোঁট কোমল রাখতে লিপ বাম ব্যবহার করুন। বাজারে নানা ধরনের লিপ বাম পাওয়া যায়, তবে ঘরেও সহজে বানিয়ে নিতে পারেন।

ঘরোয়া লিপ বাম বানানোর উপায়: নারিকেল তেলের সঙ্গে পেট্রোলিয়াম জেলি মিশিয়ে নিন। চাইলে কয়েক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন। মিশ্রণটি কৌটোয় ভরে ফ্রিজে রেখে দিন।

ঘি ব্যবহার করুন
রাতে ঘুমানোর আগে ঠোঁটে ঘি লাগান। ঘি ঠোঁটের আর্দ্রতা ধরে রাখে এবং ফাটা ঠোঁট সারায়।

লিপস্টিক ব্যবহারের আগে কী করবেন?
দিনে দুইবার লিপ বাম লাগান।
সপ্তাহে দুই দিন লিপ স্ক্রাব করুন।
লিপস্টিক দেওয়ার আগে ঠোঁটে লিপ প্রাইমার লাগান।
লিপ লাইনার দিয়ে ঠোঁটের গঠন দিন, এরপরে লিপস্টিক ব্যবহার করুন।
চাইলে দুই রঙের লিপস্টিক মিশিয়ে স্টাইল করতে পারেন।
তুলি ব্যবহার করে লিপস্টিক দিলে ব্লেন্ড ভালো হয়।
শেষে লিপ গ্লস লাগালে ঠোঁট আরো উজ্জ্বল দেখায়।

ঠোঁটের সৌন্দর্য ঠিক রাখতে চাইলে লিপস্টিকের পাশাপাশি প্রয়োজন নিয়মিত যত্ন। স্ক্রাব, আর্দ্রতা ও সঠিক মেকআপ; এই তিনেই ঠোঁট থাকবে সুন্দর ও আকর্ষণীয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/guw9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

ফের বাড়ল স্বর্ণের দাম

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন