কোন মসলায় সমাধান
বাড়ির রান্নাঘরেই একাধিক মসলা রয়েছে। তার মধ্যে আবর্জনা ফেলার পাত্র থেকে মাছিকে দূরে রাখতে কাজে আসতে পারে দারচিনি ও শুকনা মরিচ। এই দুই মসলার ঝাঁঝে মাছি আবর্জনা-বাক্সে হানা দেবে না।
কিভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি পাত্রে দারচিনি ও শুকনা মরিচের গুঁড়া মিশিয়ে নিতে হবে। তার পর খালি বিনে প্লাস্টিক ব্যাগ রাখার পর, ভেতরে সামান্য পরিমাণে মিশ্রণটি ছড়িয়ে দিতে হবে। তারপর পাত্রের ওপরের দিকে ঢাকনা এবং গায়ে মিশ্রণটি মাখিয়ে দিতে হবে।
অতিরিক্ত প্রতিরোধ
এ ছাড়া যদি আরো জোরালো প্রতিরোধ গড়ে তুলতে চান, সেক্ষেত্রে আবর্জনা ফেলার পাত্রের মধ্যে কয়েকটি তেজপাতা ও ভিনিগারে ভেজানো একটি তুলোর বল ফেলে রাখতে পারেন।