English

31 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫
- Advertisement -

লাল নাকি সবুজ আপেল, সুস্থ থাকতে কোনটা বেশি উপকারী?

- Advertisements -

‘দিনে একটি আপেল খেলে, ডাক্তার থাকে দূরে’—এই কথাটি আমরা সবাই শুনেছি। আপেল পুষ্টি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা পেটের স্বাস্থ্যের জন্য নানাভাবে উপকারী। কিন্তু বাজারে সহজলভ্য লাল এবং সবুজ আপেলের মধ্যে কোনটি পেটের জন্য বেশি ভালো?

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা এ বিষয়ে আলোচনা করেছেন।

চেন্নাইয়ের মেডিকেল সেন্টারের রেজিস্টার্ড ডায়েটিশিয়ান দীপলক্ষ্মী বলেন, লাল এবং সবুজ আপেলের মধ্যে পার্থক্য তাদের চিনির পরিমাণ, ফাইবারের ধরন এবং অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রার মধ্যে। এই উপাদানগুলো পেটের স্বাস্থ্যের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

সবুজ আপেল: টক ও পুষ্টিকর

গ্র্যানি স্মিথের মতো সবুজ আপেল তার টক স্বাদের জন্য বিখ্যাত। দীপলক্ষ্মী জানান, সবুজ আপেলে চিনির পরিমাণ তুলনামূলকভাবে কম এবং এর গ্লাইসেমিক ইনডেক্সও নিম্ন, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। এই আপেলে পেকটিন নামক দ্রবণীয় ফাইবার বেশি থাকে, যা নিয়মিত মলত্যাগে সহায়তা করে, উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় এবং অন্ত্রের মাইক্রোবায়োমের বৈচিত্র্য বাড়ায়।

এছাড়া, সবুজ আপেলে থাকা পলিফেনল প্রদাহ কমায় এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে পেটকে রক্ষা করে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো পেটের স্বাস্থ্যকে আরও মজবুত করে।

লাল আপেল: মিষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ

রেড ডেলিশিয়াস বা ফুজির মতো লাল আপেল মিষ্টি স্বাদের এবং এতে অ্যান্থোসায়ানিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে, বিশেষ করে খোসায়। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো পেটকে ক্ষতিকর অক্সিডেটিভ প্রভাব থেকে রক্ষা করে, প্রদাহ কমায় এবং হৃদয়ের স্বাস্থ্যের জন্যও উপকারী।

দীপলক্ষ্মী বলেন, লাল আপেলে সবুজ আপেলের তুলনায় ফাইবার কিছুটা কম, তবে এতে দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবারের ভালো সমন্বয় রয়েছে, যা পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করে।

লাল বনাম সবুজ: কোনটি জিতবে

লাল এবং সবুজ উভয় আপেলই পেটের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। তবে দীপলক্ষ্মীর মতে, সবুজ আপেল কম চিনি এবং বেশি ফাইবারের কারণে সামান্য এগিয়ে থাকতে পারে। বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণ বা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে চান, তাদের জন্য সবুজ আপেল বেশি উপযোগী।

তবে, আপেলের পুষ্টিগুণ পুরোপুরি পেতে হলে খোসা সহ খাওয়া অত্যন্ত জরুরি। কারণ ফাইবার, পলিফেনল এবং অ্যান্টিঅক্সিডেন্টের বেশিরভাগই খোসায় থাকে। দীপলক্ষ্মী পরামর্শ দেন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সুষম খাদ্যের অংশ হিসেবে আপেল খেলে সর্বাধিক উপকার পাওয়া যায়।

লাল হোক বা সবুজ, আপেল পেটের স্বাস্থ্যের জন্য একটি সহজ ও সুস্বাদু সমাধান। আপনার পছন্দ ও স্বাস্থ্যের লক্ষ্যের উপর নির্ভর করে যেকোনো একটি বেছে নিন, তবে খোসা ফেলবেন না।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন