শীতকালে চুলে শুষ্কতা-রুক্ষতা বেশি প্রতীয়মান হয়। না চাইলেও চুল কেটে ফেলেন অনেকে। সবচেয়ে বেশি সমস্যা হয় চুলের ডগা নিয়ে। রূপচর্চা-বিষয়ক ওয়েবসাইট ফ্যাশন ডেইলির একটি প্রতিবেদনে চুলের প্রান্তভাগ সুন্দর রাখার উপায় জানানো হয়েছে।
পাঠকদের জন্য উপায়গুলো তুলে ধরা হলো-
১. ধোয়ার আগে চুলের আগায় নারিকেল তেল মালিশ করে নিলে আর্দ্রতা বজায় থাকে ও শ্যাম্পুর সময় শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়।
২. আঙ্গুলের সাহায্যে জট ছাড়িয়ে নিয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে হবে। এতে চুলের আগা ফাটার সম্ভাবনা কমে যাবে। এছাড়াও এতে টান লেগে চুল পড়ার সম্ভাবনাও কমে যায়।
৩. ধোয়ার পরে চুলে সিরাম ব্যবহার করতে পারেন। চুলে আর্দ্রতা ধরে রাখতে ‘লিভ-ইন’ কন্ডিশনার ব্যবহার করতে পারেন। এটা খোলা বাতাসে চুলকে রুক্ষ হওয়া এড়াতে সাহায্য করবে।
৪. ব্লো ড্রাই করার ক্ষেত্রে চুলে কম তাপ প্রয়োগ করুন। চুলে স্টাইলিংয়ের জন্য তাপ প্রয়োগ করতে হলে আগে সুরক্ষাকারী ক্রিম ব্যবহার করে নিন। অথবা প্রাকৃতিক বাতাসে চুল শুকিয়ে নিন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/9iwz
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন