শীতকালে শিশুকে যথেষ্ট গরম কাপড় পরানো ও কম্বল দিয়ে ঢেকে রাখার বিষয়ে সব পিতা- মাতা সচেতন থাকেন। বিশেষ করে কনকনে ঠান্ডা রাতগুলোতে শিশুর শরীরের তাপমাত্রা ঠিক রাখা বেশ চ্যালেঞ্জিং। কিন্তু প্রায়ই দেখা যায়-শিশুরা গায়ে কম্বল রাখতে চায় না। এতে বাবা মায়েরা বেশ দুশ্চিন্তায় পড়েন, কেন এমনটা হচ্ছে? শিশু কি ঠান্ডায় কষ্ট পাচ্ছে? আসলে এর পেছনে থাকতে পারে কয়েকটি সাধারণ কারণ, যা অনেক ক্ষেত্রেই স্বাভাবিক এবং সামান্য খেয়ালে ঠিক করা যায়।
শিশুদের কম্বল সরিয়ে দেওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। কারণগুলো জানলে পরিস্থিতি সামলানো সহজ হয়।
১. শরীরের তাপমাত্রা বেশি হয়ে যাওয়া
শিশুর গায়ে অতিরিক্ত গরম কাপড় বা মোটা কম্বল দেওয়ায় শরীর অতিরিক্ত উত্তপ্ত হয়ে যেতে পারে। এতে সে অস্বস্তি অনুভব করে এবং কম্বল সরিয়ে দেয়।
২.অস্বস্তি বোধ করা
কম্বল বা চাদর শিশুর শরীরের সঙ্গে ঠিকমতো মানানসই না হলে সে অস্বস্তি অনুভব করতে পারে। বিশেষ করে খুব মোটা কম্বল বা নতুন কম্বলের টেক্সচার শিশুর পছন্দ না হলে, সে বিরক্ত হয়ে কম্বল সরিয়ে দেয়।
ঘুমের মধ্যে নড়াচড়া
শিশুরা ঘুমের মধ্যে হাত-পা ছুড়ে নড়াচড়া করে। এই নড়াচড়ার সময় অনিচ্ছাকৃতভাবেই কম্বল সরে যায় বা পুরোপুরি পড়ে যায়।
৪. ডায়াপার পরিবর্তন
অনেক সময়েই শিশুর ডায়াপার ভিজে গেলে বা তার নোংরা লাগলে সে অস্বস্তি বোধ করে। এই অস্বস্তির কারণেও সে কম্বল সরিয়ে দিতে পারে।
৫. শ্বাসকষ্ট বা অস্বস্তি
যদি শিশুর নাক বন্ধ থাকে বা শ্বাস নিতে অসুবিধা হয়, তখন সে কম্বল সরিয়ে দিতে পারে। এমন সময়ে শিশুর নিঃশ্বাসের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। এছাড়া অনেক সময় শিশুরা শুধুমাত্র বাবা-মায়ের দৃষ্টি আকর্ষণের জন্যও কম্বল সরাতে পারে।
যদি আপনার শিশু প্রায়ই কম্বল সরায় এবং তার শরীর অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়, তাহলে অবশ্যই ডাক্তারকে দেখানো উচিত। শিশুর আরামের জন্য হালকা ও নরম কম্বল ব্যবহার করুন, যাতে সে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ করতে পারে।
