শীতের মৌসুমে বাজারে সহজেই মিলছে শালগম। সাদা-বেগুনি রঙের সবজিটি শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর। নিয়মিত খাদ্যতালিকায় শালগম রাখলে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে, হজমশক্তি উন্নত হয় এবং শরীর থাকে চনমনে। চলুন জেনে নেওয়া যাক শালগমের যত পুষ্টিগুণ-
রোগ প্রতিরোধে সহায়ক
শালগমে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। ঠান্ডা-কাশি প্রতিরোধে এটি বেশ উপকারী।
হজমশক্তি বাড়ায়
এই সবজিটিতে থাকা ফাইবার হজমের গতি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। পেটের গ্যাস ও অস্বস্তিও কমায়।
হৃদস্বাস্থ্যের জন্য ভালো
শালগমে রয়েছে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদ্রোগের ঝুঁকি কমায়।
ওজন কমাতে সহায়ক
কম ক্যালোরিযুক্ত এই সবজি ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। নিয়মিত সালাদ বা স্যুপে শালগম রাখলে তৃপ্তি বেশি থাকে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।
হাড় ও দাঁত মজবুত করে
শালগমে প্রচুর ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে, যা হাড় ও দাঁত মজবুত রাখতে ভূমিকা রাখে। শিশু এবং বয়স্কদের জন্য তাই শালগম খুবই উপকারী।
ত্বকের যত্নে কার্যকর
শালগমের ভিটামিন এ ও সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বককে রাখে সুস্থ-সতেজ।
