তার প্রভাব পড়বে কাজেও।
তবে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া টোটকা হিসেবে অনেকেই আদার কুচি মুখে দিয়ে রাখেন। অনেকে আবার শুকনা আদা বা শুঁঠও মুখে দিয়ে রাখেন। সেটি খেলেও অনেক সময়ে আরাম মেলে।
আর এই জিনিসটি কিভাবে বাড়িতে তৈরি করবেন, তা নিয়েই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক।
আদার ড্রপ তৈরি করবেন কিভাবে
উপকরণ
- ১ কাপ গুড়
- আধ কাপ আদার রস
- পদ্ধতি
- প্রথমে কড়াইতে গুড় ও আদার রস মিশিয়ে নিন।
- হালকা আঁচে ফোটাতে থাকুন।
গুড় ধীরে ধীরে মিশতে থাকবে এবং মিশ্রণ ঘন হয়ে যাবে।
- ঘনত্ব বুঝে গ্যাস বন্ধ করে দিন। এবার সিলিকনের মোল্ডে ওই মিশ্রণ ভরে তা জমতে দিন।
- কয়েক ঘণ্টা রাখলেই আদার ড্রপ তৈরি হয়ে যাবে। কাচের জারে ওই ক্যান্ডি অনেক দিন রেখে দিতে পারেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/wyuk