শীতকাল এলেই অনেকের চুল হয়ে পড়ে রুক্ষ, শুষ্ক ও প্রাণহীন। ঠান্ডা আবহাওয়া, কম আর্দ্রতা এবং পানিশূন্যতার কারণে চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়। ফলে চুল ভাঙা, আগা ফাটা ও খুশকির সমস্যাও বাড়ে। এই সময় চুলের যত্নে ঘরোয়া ও প্রাকৃতিক উপাদান হিসেবে আমলকি হতে পারে দারুণ কার্যকর উপাদান। এ ছাড়া আমলকিতে রয়েছে প্রচুর ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় মিনারেল, যা চুলের গোড়া মজবুত করে এবং শুষ্কতা দূর করতে সাহায্য করে।
শীতে চুলের যত্নে আমলকির উপকারিতা
চুলের রুক্ষতা কমায়: আমলকি চুলের ভেতরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ফলে চুল হয় নরম ও মসৃণ। এ ছাড়া আমলকি মেলানিন উৎপাদনে সহায়ক, যা অকালে চুল পেকে যাওয়া কমাতে সাহায্য করে।
চুলের গোড়া মজবুত করে: নিয়মিত আমলকি ব্যবহার করলে চুল পড়া কমে এবং চুলের বৃদ্ধি ভালো হয়।
খুশকি দূর করে: আমলকির অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মাথার ত্বক পরিষ্কার রাখে এবং খুশকির সমস্যা কমায়।
যেভাবে ব্যবহার করবেন
আমলকি তেল: সপ্তাহে ২ দিন আমলকি তেল হালকা গরম করে মাথার ত্বকে ম্যাসাজ করুন
আমলকি প্যাক: আমলকি গুঁড়া ও দই মিশিয়ে পেস্ট বানিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন
আমলকি রস পান: নিয়মিত অল্প পরিমাণ আমলকি রস পান করলে চুল ভেতর থেকে পুষ্টি পায়
এ ছাড়া শীতে চুলের যত্নে কুসুম গরম পানি দিয়ে চুল ধুতে চেষ্টা করুন অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার এড়িয়ে চলুন, পর্যাপ্ত পানি পান করুন, বাইরে বের হলে মাথা ঢেকে রাখুন। প্রাকৃতিক উপায়ে নিয়মিত যত্ন নিলে শীতেও চুল থাকবে উজ্জ্বল, নরম ও মসৃণ।
