English

31.4 C
Dhaka
রবিবার, আগস্ট ৩১, ২০২৫
- Advertisement -

সংক্রমণ প্রতিরোধে সহায়ক যেসব প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক

- Advertisements -
বাজারে অ্যান্টিবায়োটিক আসার আগেও মানুষ সংক্রমণের বিরুদ্ধে লড়তে প্রাকৃতিক উপাদানের ওপর নির্ভর করত। শতাব্দীর পর শতাব্দী ধরে নানা ভেষজ, মসলা ও শিকড় ব্যবহৃত হয়েছে প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে। আধুনিক বিজ্ঞান সেই প্রাচীন চিকিৎসা জ্ঞানের সত্যতা প্রমাণ করছে। চলুন, জেনে নিই এমন পাঁচটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের নাম যেগুলোর কার্যকারিতা প্রাচীন ও বৈজ্ঞানিক উভয় দিক থেকেই সমর্থিত।
নিম
আয়ুর্বেদে নিমকে বলা হয় রোগনাশক। এটি রক্ত শুদ্ধ করে, সংক্রমণ প্রতিরোধ করে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া দমন করে। এর পাতার নির্যাস ই.কোলি, স্ট্যাফিলোকক্কাস অরিয়াস ও স্ট্রেপ্টোকক্কাসের মতো জীবাণুর বিরুদ্ধে কার্যকর। নিম্বোলাইড ও নিম্বিনের মতো উপাদান এতে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিফাঙ্গাল ও প্রদাহ-নিরোধক গুণ এনে দেয়।
লবঙ্গ
লবঙ্গের প্রধান উপাদান ইউজেনল (৫০-৮০%) শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করে। এটি ই.কোলি, স্ট্যাফ ও সিউডোমোনাস অ্যারুগিনোসার মতো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। ইউজেনল ছাড়াও এতে থাকা গ্যালিক অ্যাসিড ও ক্যাটেচিন অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা বাড়ায়। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এর মতো সংক্রমণেও এটি বেশ কার্যকর।

থাইম
থাইমাস ভালগারিস (থাইম) একটি শক্তিশালী প্রাকৃতিক জীবাণুনাশক। এটি সালমোনেলা ও ব্যাসিলাস সেরিয়াসের মতো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করে। এতে থাকা কারভাক্রোল যৌগটি অ্যান্টিমাইক্রোবিয়াল ও প্রদাহ-নিরোধক হিসেবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। হালকা সংক্রমণ বা শরীরের প্রদাহ কমাতে এটি একটি প্রাকৃতিক সমাধান।

হলুদ
‘সোনালি অ্যান্টিবায়োটিক’ নামে খ্যাত হলুদ তার মূল উপাদান কারকিউমিনের জন্য পরিচিত।

যা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য বহন করে। প্রাচীনকালে ক্ষত ও ত্বকের চিকিৎসায় এটি ব্যবহৃত হত।

আদা
আদায় রয়েছে জিঞ্জারল ও শোগাওল নামক জৈব উপাদান। যা প্রদাহ-নিরোধক ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের গবেষণায় দেখা গেছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, লুপাস, সোরিয়াসিস ও অন্ত্রের প্রদাহে এটি প্রাকৃতিক ওষুধ হিসেবে আশাব্যঞ্জক ভূমিকা রাখতে পারে।

প্রাচীন চিকিৎসা পদ্ধতির এই উপাদানগুলো আধুনিক বিজ্ঞানের আলোয় পরীক্ষিত ও কার্যকর। প্রকৃতির এই শক্তিগুলোর সঠিক ব্যবহার আমাদের সুস্থতা ও রোগ প্রতিরোধে একটি বিকল্প পথ দেখাতে পারে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l2s4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন