English

30.4 C
Dhaka
বুধবার, অক্টোবর ১, ২০২৫
- Advertisement -

সালাদে কাঁচা সবজি খাওয়া কতটা ক্ষতিকর?

- Advertisements -
ওজন কমাতে অনেকেই দিনের একটা সময়ে খাবার হিসেবে সালাদ খেয়ে থাকেন। কেউ ফল দিয়ে ফ্রুট সালাদ খান। কেউ বা সালাদে দেন শাক-সবজি। মুরগির মাংস ও ডিমের ব্যবহারও হয়ে থাকে সালাদে।
নিরামিষভোজীরা আবার প্রোটিন সমৃদ্ধ সালাদ খাওয়ার জন্য পনির, তোফু, সয়াবিন—এগুলোও ব্যবহার করে থাকেন। 

তবে সালাদ খেতে গিয়ে অনেকেই একটা ভুল করে ফেলেন। সেটা হলো, সালাদে কাঁচা শাক-সবজি খেয়ে ফেলা। এর ফলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে শরীরে।

বড়সড় রোগও হতে পারে। স্বাস্থ্যের অবনতি হওয়া থেকে রুখতে সালাদে কাঁচা উপকরণ খাওয়া বন্ধ করতে পারলেই ভালো।

দুপুর, রাত কিংবা সন্ধ্যার খাবার, সালাদ যখনই খান না কেন, খেয়াল রাখবেন একদম যেন পেট খালি না থাকে। তাহলে পেটে ব্যথা হতে পারে।

হালকা পেট ভরা থাকলে তারপর সালাদ খেলে অনেকক্ষণ খিদে লাগবে না।

এবার দেখে নেওয়া যাক সালাদে কাঁচা সবজি কিংবা কাঁচা কোনো উপাদান খেয়ে ফেললে শরীর-স্বাস্থ্যে কী কী সমস্যা দেখা দিতে পারে—

সালাদে কাঁচা সবজি খেলে পেটের সমস্যা হতে পারে মারাত্মকভাবে। কাঁচা সবজি খেলে বদহজম, গ্যাস, এসিডিটির সমস্যাও দেখা দিতে পারে। তাই সালাদে কী খাচ্ছেন সেই ব্যাপারে সতর্ক থাকুন।

সবজিতে যেহেতু ফাইবারের পরিমাণ বেশি, তাই কাঁচা অবস্থায় খেলে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে।

পেটের সমস্যায় যারা এমনিতেই ভোগেন, তারা সালাদে কাঁচা সবজি খাওয়া থেকে বিরত থাকুন। 

মাটির নিচের কোনো সবজি সালাদে কাঁচা খাওয়া উচিত নয়। সিদ্ধ করে খেতে পারলে সবচেয়ে ভালো। সালাদে শসা, পেঁয়াজ কাঁচা খেলেও গাজর কাঁচা না খাওয়াই ভালো। হালকা সিদ্ধ করে নিতে পারলে উপকার পাবেন।

শাকপাতা জাতীয় কোনো জিনিস সালাদে কাঁচা খাওয়া উচিত নয়। শাকপাতা কাঁচা খেলে পেটে ইনফেকশন হতে বাধ্য। অনেকে সালাদে বাঁধাকপি দিয়ে থাকেন। বেগুনি রঙের বাঁধাকপির ব্যবহার দেখা যায় সালাদে। অবশ্যই সিদ্ধ করে খাওয়া উচিত এটি।

সালাদে ছোলা, মটর ব্যবহার করলে সিদ্ধ করে তারপর খান। নাহলে পেটের সমস্যা বাড়তে পারে। বিশেষ করে তলপেটে তীব্র ব্যথা অনুভব করতে পারেন। অতএব সাবধানে থাকুন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yz95
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন