দেশের বিভিন্ন রেস্টুরেন্টে চকলেট দিয়ে তৈরি নানা ধরনের পানীয় পাওয়া যায়। পরিচিত পানীয়র মধ্যে একটি হট চকলেট। শীতের দিনে এ পানীয়ের চাহিদা বেড়ে যায় অনেক।
হট চকলেট পান করেন না এমন মানুষ খুব কম পাওয়া যাবে।
হট চকলেটে আছে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট। প্রতিনিয়ত পান করায় মন ফুরফুরে হয়।
এ পানীয়তে আছে এনডরফিন হরমোন, যা ক্ষরণ বাড়িয়ে তুলতে সাহায্য করে।
চকলেটে থাকা ক্যাফেইন, অ্যান্টিঅক্সিড্যান্ট মন চনমনে করে তোলে সহজেই।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/kniu
