কত দিন পর টুথব্রাশ পরিবর্তন করা উচিত
দন্ত চিকিৎসকরা জানান, ‘৩ মাসের নিয়ম’ মেনে টুথব্রাশ পরিবর্তন সুস্থ দাঁত ও মাড়ির জন্য অপরিহার্য। প্রতি ৩ থেকে ৪ মাস অন্তর টুথব্রাশ পরিবর্তন না করলে শুধু দাঁতের সমস্যা নয়, সংক্রমণ ও অস্বস্তিও বাড়তে পারে।
আসলে এই সময়ের পর ব্রাশের আঁশ (ব্রিসল্স) নরম হয়ে যায় অথবা ফেটে যায়। ফলে দাঁতের ফাঁকে জমে থাকা প্লাক ও জীবাণু কার্যকরভাবে পরিষ্কার হয় না। কোনো অসুস্থতা, বিশেষ করে ভাইরাল রোগ যেমন জ্বর, কাশি থেকে সেরে ওঠার পর টুথব্রাশ পরিবর্তন করে ফেলা উচিত। সেক্ষেত্রে ২-৩ মাসের আগেই ব্রাশ পরিবর্তন করুন। চেবানোর স্বভাব থাকলে ব্রাশ এক মাসেও নষ্ট হয়ে যেতে পারে। ব্রাশের ব্রিসল্সগুলো ভালো আছে কি না, তা যাচাই করে নেওয়া জরুরি।
পুরনো টুথব্রাশ ব্যবহার করলে দাঁতে প্লাক জমে দাঁতের ক্ষয় হতে পারে। মাড়িতে প্রদাহ বা জিঙ্গিভাইটিসের ঝুঁকি বাড়ে। পুরনো ব্রাশে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জমে সংক্রমণ ছড়াতে পারে। মুখের দুর্গন্ধের অন্যতম কারণ হয়ে উঠতে পারে পুরনো ব্রাশ।
কিভাবে টুথব্রাশের যত্ন নেবেন
- প্রতিবার ব্রাশ শেষে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।
- উলম্ব অবস্থায় বাতাস চলাচল হয়, এমন জায়গায় শুকাতে দিন।
- নিজের টুথব্রাশ অন্যকে বা নিজের অন্যের টুথব্রাশ কখনোই ব্যবহার করবেন না।
- প্লাস্টিক কভার দিয়ে ভেজা অবস্থায় ঢেকে রাখবেন না, এতে জীবাণু দ্রুত বাড়ে।