English

30 C
Dhaka
শুক্রবার, মে ৯, ২০২৫
- Advertisement -

এসি থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়লে যা করবেন

- Advertisements -

আমাদের আধুনিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এসি, বিশেষ করে গ্রীষ্মকালে। তবে মাঝে মাঝেই এসির একটি সমস্যা দেখা দেয়, তা হচ্ছে এসি থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়া। এসি ব্যবহারকারী প্রায় সকলেই কখনও না কখনও এই সমস্যার সম্মুখীন হয়েছেন।

এসি থেকে পানি পড়া যে শুধু বিরক্তির কারণ তা নয়, এসির ক্ষতিও করে এই সমস্যা। এক্ষেত্রে অবশ্য আপনি একজন টেকনিশিয়ানের সাহায্যে এসি লিকেজ সমস্যাটি সমাধান করতে পারেন। তবে প্রথমে নিজেই এই সমসয়ার সমাধান করার চেষ্টা করতে পারেন।

প্রথমে এসি থেকে পানি বের হওয়ার কারণ খুঁজে বের করুন। বিভিন্ন কারণে এই সমস্যা দেখা দিতে পারে-

> এয়ার ফিল্টার নোংরা। দেয়ালে ভুল ভাবে এসি লাগানো। নিষ্কাশনে ছত্রাক। এসি পাইপের ক্ষতি। এসিতে পর্যাপ্ত রেফ্রিজারেন্ট নেই।

>> এয়ার ফিল্টার পরিষ্কার না থাকার কারণে সাধারণত এসি থেকে পানি বের হতে শুরু করে। এমন পরিস্থিতিতে, প্রতি ২-৩ মাস অন্তর এটি পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। এবং ক্ষতিগ্রস্ত হলে, অবিলম্বে এটি প্রতিস্থাপন করুন। কখনো কখনো, নোংরা এয়ার ফিল্টারগুলোও এসিতে বড় সমস্যা তৈরি করতে পারে। তাই এটিকে উপেক্ষা করার ভুল করবেন না।

>> যদি আপনার মনে হয় ড্রেন লাইন আটকে আছে, তাহলে অবিলম্বে এসি বন্ধ করে দিন। এরপর ইউনিটটি একটু একটু করে খুলুন যতক্ষণ না আপনি ড্রেন লাইন দেখতে পান। এর মাধ্যমে আপনি সহজেই এটি পরিষ্কার করতে পারবেন।

> এবার ড্রেন লাইনের ঢাকনা দিয়ে পিভিসি ক্যাপটি খুলুন এবং দেখুন এটি ভেতরে কতটা আটকে রয়েছে। তারপর এটি পরিষ্কার করার জন্য, একটি লম্বা তারের ব্রাশ নিন এবং ড্রেন লাইনের ভেতরের অংশটি ঘষুন।

>> নিশ্চিত করুন যে ড্রেন প্যানটি ইউনিটের জন্য সঠিকভাবে ফিট করছে। এসি ইউনিট সঠিকভাবে কাজ করার জন্য ড্রেন প্যানটি অবশ্যই পুরোপুরি ফিট হতে হবে। ড্রেন প্যানটি এসি থেকে অতিরিক্ত পানি নিরাপদে ঘর থেকে বের করে দেওয়ার কাজ করে। প্রতি ৬ মাস অন্তর ড্রেন লাইনে ভিনিগার ঢালুন।

>> এয়ার কন্ডিশনিং ইউনিটে ফুটো সমস্যা রোধ করতে, ড্রেন লাইন পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে, ড্রেন লাইন দীর্ঘক্ষণ পরিষ্কার রাখতে, পানিতে ভিনিগার মিশিয়ে ৬ মাস অন্তর একবার তাতে ঢেলে দিন। এতে পাইপের কাছে উপস্থিত ছত্রাক সৃষ্টিকারী সমস্ত ব্যাকটেরিয়া তৎক্ষণাৎ মরে যায়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন