সম্প্রতি ফ্লোরিডার অস্থিরোগ চিকিৎসক ডেভিড আব্বাসি তার সামাজিকমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। আঙুল মটকানো থেকে উৎপন্ন আওয়াজ কীভাবে তৈরি হয়, তার ফলাফল কী, সেসব বিষয়ে বিস্তারিত বলেছেন সেখানে।
চিকিৎসক বলছেন, গবেষণাতেও এমন কোনো প্রমাণ মেলেনি যে আঙুল মটকালে তা থেকে আর্থরাইটিস হতে পারে। তবে বারবার এবং জোরে জোরে আঙুল মটকানোর অভ্যাস থেকে অন্য সমস্যা হতে পারে। অতিরিক্ত টান পড়লে গাঁটের চারপাশের নরম টিস্যু দুর্বল হয়ে যেতে পারে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/486n
