English

28.4 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫
- Advertisement -

ঘন-চওড়া ভ্রু পেতে যা করবেন

- Advertisements -

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চোখের বর্ণনা দিতে গিয়ে লিখেছিলেন, ‘চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে। ’ দু’চোখ আকর্ষণীয় দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভ্রু।

এক জোড়া ঘন, সুন্দর ভ্রু আপনার মুখশ্রী বদলে দিতে পারে। ঘন, চওড়া ভ্রু পেতে যা করবেন:

 

* রাতে ঘুমোনোর আগে ভালো করে ভ্রু ধুতে হবে। মেকআপ তুলে হালকা তরল সাবান বা উষ্ণ গরম পানি পাতলা সুতির কাপড় ভিজিয়ে ভ্রু পরিষ্কার করুন। এতে সারাদিনের ধুলো, ময়লা উঠে যাবে।

* নিয়মিত এক্সফোলিয়েট করলে ভ্রু ঘন হয়। নরম ব্রাশের সাহায্যে ভ্রু গোল গোল করে ব্রাশ করতে থাকুন। যেদিকে ভ্রু বাড়ছে, সেদিকে বৃত্তাকারে ব্রাশ করতে হবে। দিনে দুই বার করলে ভ্রু ঘন হবে।

* ভ্রু খুব পাতলা হয়ে গেলে নিয়মিত নারিকেল তেল লাগাতে হবে। না হলে অলিভ তেল, জোজোবা তেল বা ক্যাস্টর তেল লাগাতে পারেন। রাতে শোয়ার সময়ে হালকা করে তেল মালিশ করে নিলে ভ্রু খুব তাড়াতাড়ি চওড়া ও ঘন হবে।

* সিরাম লাগাতে পারেন ভ্রু-তে। তবে কেনার আগে উপাদানগুলো দেখে নেবেন। খুব বেশি রাসায়নিক দেওয়া প্রসাধনী ভ্রু-তে লাগালে খুব তাড়াতাড়ি লোম ঝরে যাবে।

* অ্যালকোহল আছে এমন প্রসাধনী ভ্রু-তে লাগাবেন না। তা হলে ভ্রু পাতলা হয়ে যাবে।

* ডায়েটে রাখুন পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, ভিটামিন এ, ই এবং কে, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম। সবুজ শাকসব্জি, ফল খেতে হবে বেশি করে। বেশি চিনি দেওয়া খাবার খাওয়া চলবে না। অতিরিক্ত ভাজাভুজি খাওয়া ছাড়তে হবে।

* ঘুমোনোর আগে নিয়ম করে ভ্রু-তে মালিশ করুন। আঙুলের ডগা দিয়ে বৃত্তাকারে ভ্রু-তে মালিশ করতে হবে। এতে লোমের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়বে, ভ্রু-র লোম ঝরা বন্ধ হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/c2su
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন