গৃহস্থালির ছোটখাট কাজে সময় চলে যায় অনেক। সাধারণ কিছু টিপস জেনে রাখলে ঘরের কাজে সময় বাঁচবে অনেকটাই।
- পুরনো মোজা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন গৃহস্থালি পরিচ্ছন্নতায়। কাপড় দিয়ে জানালার গ্রিল পরিষ্কার করতে গেলে বেশ অনেকটা সময় লেগে যায়। হাতে পুরনো মোজা পরে জানালার গ্রিল পরিষ্কার করে নিন। খুব সহজে পরিষ্কার হয়ে যাবে গ্রিল।
- অনেক সময় রুটি বা পরোটা বেলার সময় বেলুনির সঙ্গে লেগে যায় রুটি। বেলুনি কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে এরপর বেলে নিন রুটি। আর লেগে যাবে না।
- ওভেনের ভেতরের তেলতেলে ভাব ও দুর্গন্ধ দূর করতে চাইলে সামান্য সাদা টুথপেস্ট লাগিয়ে ভেজা কাপড় দিয়ে মুছে নিন। ঝকঝকে হবে ওভেন।
- ফ্রিজের ভেতরের দুর্গন্ধ দূর করতে একটি বাটিতে খানিকটা বেকিং সোডা নিয়ে রেখে দিন ফ্রিজে কোণে।
- সাদা কাপড় ধোয়ার পর নীল মিশ্রিত পানিতে ।ডুবিয়ে নিলে নীল রঙ ছোপ ছোপ হয়ে বসে যায় অনেক সময়। এ থেকে পরিত্রাণ পেতে নীলের পানিতে খানিকটা লবণ মিশিয়ে নিন।
- বাসন মাজুনি পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে লবণ মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখুন সারারাত।