English

26.7 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫
- Advertisement -

ডিমের সঙ্গে মাছ-মাংস খেলে হতে পারে যে ক্ষতি

- Advertisements -

খাবারের তালিকায় ডিমের জনপ্রিয়তা আগেও ছিল, এখনো আছে। প্রোটিন ডায়েট অর্থাৎ মাছ, মাংস বা ডিমের মধ্যে অনেকেই মনে করেন ডিম খেলে দ্রুত ওজন কমে। বিশেষ করে যারা ডিম খেতে ভালোবাসেন, তারা একসঙ্গে একাধিক, এমনকি দিনে ৩-৪টি ডিমও খেয়ে ফেলেন।

স্বাস্থ্যকর বলে কি সত্যিই দিনে এতগুলো ডিম খাওয়া যেতে পারে? আর ডিমই যদি খান, তাহলে এর সঙ্গে কি মাছ বা মাংসও খাওয়া যেতে পারে?

পুষ্টিবিদরা বলেন, একই সঙ্গে মাছ, মাংস বা ডিম খাওয়া ঠিক নয়।

অনেকেই ভাবেন, সকালে একসঙ্গে ৩-৪টি ডিম খেয়ে ফেললে আর অন্য কিছু খাওয়ার প্রয়োজন হবে না, তা কিন্তু নয়। প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেট ও স্বাস্থ্যকর ফ্যাটও একই সঙ্গে খেতে হবে। তবে ডিমের সঙ্গে যা খুশি খেয়ে ফেললে হবে না। এতে হিতে বিপরীত হতে পারে।
ডিমের সঙ্গে কোন কোন খাবার খাওয়া স্বাস্থ্যকর, তা জেনে রাখা ভালো।
ডায়েটে ‘ফুড কম্বিনেশন’ বলে একটি কথা আছে। পুষ্টিবিদরা জানিয়েছেন, কোন খাবারের সঙ্গে কোনটি খেলে তা উপকারে লাগবে, তার নিয়ম আছে। যেমন— দানাশস্য, যেমন কিনোয়া, ডালিয়া, ওট্‌স বা রাগি খেলে তার সঙ্গে সবুজ শাকসবজি খাওয়া ভালো।
মুরগি বা খাসির মাংস অথবা মাছের সঙ্গে এমন সবজি খেতে হবে, যাতে স্টার্চের মাত্রা কম। তাই আলু নয়, বরং সবুজ সবজি খাওয়া যেতে পারে। তেমনই ডিমের সঙ্গে কী কী খাওয়া যেতে পারে জেনে নিন। 

ডিমের সঙ্গে পালং শাক

ডিমের সঙ্গে খুব ভালো ‘কম্বিনেশন’ পালং শাকের। এই দুটি মিলে গেলে ভিটামিন, প্রোটিন, ফাইবার ও আয়রনের ঘাটতি পূরণ হবে।

সকালের নাশতায় পালং দিয়ে অমলেট অথবা ডিম-পালং দিয়ে স্যান্ডউইচ করে খেতে পারেন। 

ডিমের সঙ্গে টমেটো

টমেটোর মধ্যে বিভিন্ন পুষ্টি উপাদান থাকে, যা শরীরের জন্য উপকারী। এটি অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ সমৃদ্ধ। ডিমের সঙ্গে টমেটো মিলে গেলে ভিটামিন ও ফাইবারের অভাব হবে না। পাশাপাশি অ্যান্টি-অক্সিড্যান্ট লাইকোপিন প্রচুর পরিমাণে শরীরে ঢুকবে।

ডিমের সঙ্গে আলু

অনেকেই ভাবেন আলু খাওয়া ঠিক কি না। তবে ডিমের প্রোটিন ও আলুর স্টার্চ একসঙ্গে খেলে তা শরীরের উপকারেই আসবে। তবে মাংসের ঝোলে একগাদা আলু খেতে যাবেন না। সেই ‘কম্বিনেশন’ কিন্তু ঠিক নয়।

ডিমের সঙ্গে মাশরুম

মাশরুমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি ও অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। ডিমের সঙ্গে খেলে প্রোটিন, ভিটামিন, অ্যান্টি-অক্সিড্যান্টের চাহিদা পূরণ হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/z7fz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন