অ্যাকোয়ারিয়াম কিনছেন, পছন্দের মাছও ঠিক করে ফেলেছেন। অনেকেই ভাবেন, একসঙ্গে দুটোই কেনা খুবই স্বাভাবিক। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি সাধারণ ভুল, যা নতুন অ্যাকোয়ারিয়াম ব্যবহারকারীদের মধ্যে প্রায়ই দেখা যায়।
অ্যাকোয়ারিয়াম কেনার দিনই মাছ কিনে পানিতে ছেড়ে দিলে সমস্যার ঝুঁকি অনেক বেড়ে যায়।
সাইক্লিংয়ের জন্য প্রয়োজন অন্তত চার থেকে ছয় সপ্তাহ সময়। এই সময়ের মধ্যে পানির গুণগত মান উন্নত হয়, ব্যাকটেরিয়ার ভারসাম্য গড়ে ওঠে এবং পরিবেশ মাছ রাখার জন্য উপযুক্ত হয়ে ওঠে।
কিভাবে সাইক্লিং করবেন?
– অ্যাকোয়ারিয়ামে প্রথমে অ্যামোনিয়া জাতীয় যৌগ যুক্ত করতে হবে
– নিয়মিত পানির পিএইচ ও অ্যামোনিয়ার মাত্রা পরীক্ষা করতে হবে
– ব্যাকটেরিয়া বাড়ানোর জন্য বাজারে পাওয়া যায় এমন ব্যাকটেরিয়া স্টার্টার ব্যবহার করা যেতে পারে
অতএব, অ্যাকোয়ারিয়াম কেনার পর ধৈর্য ধরুন। আগে পানি প্রস্তুত করুন, তারপর তবেই রাখুন প্রিয় মাছ।