বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন চকলেট কোকোনাট বল। চলুন জেনে নেওয়া যাক চকলেট কোকোনাট বল তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে-
কনডেন্সড মিল্ক-১ কাপ
ডেসিকেটেড কোকোনাট (নারকেল গুঁড়া)- ২ কাপ
কোকো পাউডার- ৩ টেবিল চামচ
বিস্কুট ক্রাম্বস (ডাইজেস্টিভ)- ১ কাপ
বাদাম কুচি-২ টেবিল চামচ
চকলেট চিপস বা চকলেট টুকরা- ১/২ কাপ
সাজানোর জন্য কোকোনাট ফ্লেক্স (কোড়ানো নারকেল) – ১/২ কাপ
যেভাবে তৈরি করবেন
একটি বাটিতে কনডেন্সড মিল্ক, কোকো পাউডার ও কোকোনাট গুঁড়া মিশিয়ে নিন। এতে বিস্কুট ক্রাম্বস ও বাদাম কুচি মিশিয়ে একটা ডো তৈরি করুন। পরে ডো থেকে ছোট ছোট বল তৈরি করুন। প্রতিটি বল কোকোনাট ফ্লেক্সে গড়িয়ে নিন। ফ্রিজে ৩০ মিনিট রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।