কিভাবে নেবেন গিজারের যত্ন, চলুন জেনে নেওয়া যাক— একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গিজারে পানি গরম হয়। আপনি নিজেই চেক করে দেখুন তা ঠিকভাবে কাজ করছে কি না। পানি গরম হতে দেরি হলে যাচাই করা জরুরি। পানি গরম হতে অনেক দেরি হলে আপনি বুঝবেন গিজারে কোনো সমস্যা রয়েছে।
সাধারণত গিজার স্বয়ংক্রিয়ভাবে কাজ করে থাকে। বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর পানি গরম হয়ে গেলে নিজে থেকেই তা বন্ধ হয়ে যায়। আপনার বাসার গিজারটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে কি না, তা খেয়াল রাখা উচিত। তা না হলে দক্ষ মেকানিককে দিয়ে দেখিয়ে নিন।
পানি গরম হয়ে গেলে গিজারটি প্রধান জায়গা থেকে বন্ধ করে দিন।
বন্ধ না করে গোসল করবেন না। কারণ এতে যেমন আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে, ঠিক তেমনই গিজারটিও অনেক দিন ভালো থাকবে। যেকোনো যন্ত্রের সার্ভিসিংয়ের প্রয়োজন হয়। এসির ক্ষেত্রে মনে থাকলেও অনেকেরই গিজারের সার্ভিসিংয়ের কথা মনে থাকে না। তাই সতর্ক থাকুন, নির্দিষ্ট সময় অন্তর গিজারের সার্ভিসিং করিয়ে ফেলুন।
পানি গরম হয়ে গেলে সম্পূর্ণ পানি গিজার থেকে বের করে নিন। পানি জমিয়ে রাখবেন না। কারণ এতে পানি জমে থাকলে গিজারে আয়রন জমে তা দ্রুত নষ্ট হয়ে যাবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/t40m
