English

22 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬
- Advertisement -

সকালে খালি পেটে কুসুম গরম পানিতে লেবুর রস খাওয়ার উপকারিতা

- Advertisements -

লেবু শরীরের জন্য অনেক উপকারী একটি উপাদান। অনেকেই সকালে খালি পেটে কুসুম গরম পানিতে লেবুর রস খেয়ে থাকেন।বিশেষ করে যারা ওজন কমাতে চান। লেবুর পানি ভিটামিন সি আর অ্যান্টি–অক্সিডেন্টের ভালো উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কুসুম গরম পানিতে লেবুর রস খেলে ক্যালোরি ঝরবে, শরীর থেকে দূষিত পদার্থ সব বেরিয়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতাসহ নানা উপকার হয়। চলুন জেনে নেওয়া যাক সকালে খালি পেটে কুসুম গরম পানিতে লেবুর রস খাওয়ার নানা উপকারিতা-

হজমশক্তি উন্নত করে

লেবুর রস পাকস্থলীর পাচক রস নিঃসরণে সহায়তা করে। ফলে বদহজম, গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে।

ওজন কমাতে সহায়ক

লেবুতে থাকা পেকটিন ফাইবার ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত লেবু পানি পান করলে মেটাবলিজম বাড়ে, যা ওজন কমাতে ভূমিকা রাখে।

শরীর থেকে টক্সিন দূর করে

লেবু পানি প্রাকৃতিক ডিটক্স হিসেবে কাজ করে। এটি লিভারের কার্যকারিতা বাড়িয়ে শরীর থেকে ক্ষতিকর বর্জ্য বের করতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

লেবু ভিটামিন ‘সি’-এর চমৎকার উৎস। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সর্দি-কাশি ও সংক্রমণের ঝুঁকি কমায়।

ত্বক উজ্জ্বল রাখে

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লেবু ত্বকের ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে। নিয়মিত লেবু পানি খেলে ত্বক উজ্জ্বল হয় এবং ব্রণের প্রবণতা কমে।

শরীর হাইড্রেট রাখে

ঘুম থেকে উঠে শরীর কিছুটা পানিশূন্য থাকে। সকালে লেবু পানি পান করলে দ্রুত শরীর হাইড্রেট হয় এবং ক্লান্তি কমে। তাই সকালে খালি পেটে কুসুম গরম পানিতে লেবুর রস খেলে ক্লান্তি কমে যায়।

মুখের দুর্গন্ধ কমায়

লেবুর প্রাকৃতিক অ্যাসিড মুখের ব্যাকটেরিয়া কমিয়ে দুর্গন্ধ দূর করতে সহায়তা করে। তাই যাদের মুখের দুর্গন্ধ রোধ করতে প্রতিদিন সকালে খালি পেটে কুসুম গরম পানিতে লেবুর রস খেতে পারেন।

যেভাবে খাবেন

এক গ্লাস কুসুম গরম পানিতে আধা বা এক চা চামচ তাজা লেবুর রস মিশিয়ে সকালে খালি পেটে পান করুন। চাইলে সামান্য মধুও যোগ করা যেতে পারে।

সতর্কতা

তবে যাদের গ্যাস্ট্রিক, আলসার বা দাঁতের এনামেল দুর্বল, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে পান করবেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xq0w
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন