ইলিয়াস কাঞ্চন
এস এম আজাদ হোসেন
পর্দার আলো পেরিয়ে
তুমি শুধু নায়ক নও,
তুমি এক প্রতিবাদ-
নীরব রাস্তায় উচ্চারণ করা সত্য।
ক্যামেরার সামনে
চোখে ছিল গল্প,
ক্যামেরার বাইরে
হৃদয়ে ছিল মানুষের ব্যথা।
একটি চরিত্র শেষ হলেও
তোমার দায় শেষ হয়নি কখনো।
ভাঙা সড়কে ঝরে যাওয়া প্রাণগুলোর
নামহীন কান্না তুমি কুড়িয়ে নিয়েছ,
মাইক্রোফোন ছাড়াই
উচ্চারণ করেছ-
মানুষ বাঁচুক,এটুকুই দাবি।
তোমার বয়স বাড়ে,
কিন্তু সাহস পুরোনো হয় না।
চুলে ধূসর রং জমে,
কণ্ঠে জমে না ক্লান্তি।
আজ জন্মদিনে
কেক নয়,
তোমার জন্য দরকার
আরো কিছু নিরাপদ সকাল,
আরো কিছু ঘরে ফেরা মানুষ।
ইলিয়াস কাঞ্চন,
তুমি আমাদের পর্দার নায়ক নও শুধু,
তুমি সেই মানুষ
যিনি আলো জ্বালান-
অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে।
জন্মদিনের শুভেচ্ছা।
২৪-১২-২০২৫
