নিরাপদ সড়ক
এস. এম. আজাদ হোসেন
ভোরের আলো ফোটে, শহর ঘুম থেকে জেগে ওঠে,
চাকার ঘূর্ণিতে বাজে জীবনের গতি –
কেউ যাচ্ছে কাজে, কেউ ফিরছে প্রহর শেষে,
আর কেউ হয়তো ফিরবে না কোনোদিন ঘরে।
রাস্তার প্রতিটি মোড়ে গল্প আছে অসতর্কতার,
একটু আগে ছুটে যাওয়া সেই মোটরসাইকেল,
এক সেকেন্ডের ভুলে ছিটকে পড়ে জীবনের বাইরে-
চোখে জল, সাইরেনের শব্দ, চারপাশে স্তব্ধতা।
আমরা সবাই জানি, সড়ক শুধু পথ নয়,
এটি চলার অধিকার, বেঁচে থাকার প্রতিজ্ঞা।
হেলমেটের নিচে লুকিয়ে থাকে এক জনমের আশা,
সিটবেল্টে বাঁধা থাকে ভালোবাসার নিরাপত্তা।
তাড়াহুড়োতে হেরে যায় ধৈর্য,
একটি সিগন্যাল উপেক্ষা মানেই হয়তো এক জীবনের অবসান।
চলমান শহরে প্রতিটি যানই একেকটি স্বপ্নবাহী,
তবু কেন এত স্বপ্ন ভেঙে পড়ে লাল বাতির সামনে?
চলো, আমরা প্রতিজ্ঞা করি-
রাস্তা হবে শুধু গতির নয়, হবে মানবতার প্রতিচ্ছবি।
প্রত্যেক চালক হবে দায়িত্ববান, প্রত্যেক পথচারী সচেতন,
প্রত্যেক শিশু শিখবে, নিরাপত্তা মানেই সভ্যতার প্রথম পাঠ।
নিরাপদ সড়ক চাই,
কারণ জীবনই সবচেয়ে মূল্যবান গন্তব্য।
চলো আমরা সবাই মিলে গড়ি এমন পথ,
যেখানে দুর্ঘটনা নয়-ফিরে আসে আশা,
ফিরে আসে ঘরে মানুষ,
ফিরে আসে হাসি।