লাল-সবুজের সকালের ভাষা
১৬ ডিসেম্বর-
ভোরের রোদে আজ ইতিহাস হাঁটে,
লাল-সবুজ পতাকায় লেখা থাকে
৭১-এর বুকফাটা স্বপ্ন।
এই বিজয় কোনো একদিনের উল্লাস নয়,
এটি মাটিতে মিশে থাকা সাহস,
মায়ের চোখের জল পেরিয়ে ওঠা আশা,
নাম না জানা হাজারো কণ্ঠের
একসঙ্গে ‘বাংলাদেশ’ বলা।
আজ বিজয় মানে
অস্ত্র নামিয়ে কলম তোলা,
ঘৃণার বদলে মানবতা বোনা,
অন্যায়ের সামনে সোজা হয়ে দাঁড়ানো।
যারা রক্ত দিয়েছিল,
তারা ফিরে আসে না-
কিন্তু তারা প্রতিদিন
আমাদের সাহসে,
আমাদের সততায়
বেঁচে থাকে।
১৬ ডিসেম্বর-
শুধু একটি তারিখ নয়,
এটি মাথা উঁচু করে
নিজের দেশকে
ভালোবাসার অঙ্গীকার।
লাল-সবুজের কাছে আজ
আমরা আবার বলি-
হেরে যাওয়ার জন্য নয়,
জয়কে ধরে রাখার জন্যই
এই দেশ।
-এস এম আজাদ হোসেন
১৬ ডিসেম্বর ২০২৫
