এস এম আজাদ হোসেন
নিজেকে ছোট ভাবার এই রোগটা বড় চুপিচুপি বাড়ে,
 হাসির আড়ালে লুকায়, চোখের কোণে ছায়া হয়ে পড়ে।
 অন্যের আলো দেখলেই মনে হয়-
 আমার প্রদীপটা যেন নিভে গেছে সবে।
কিন্তু সত্যি বলি, আলো তো ভাগ হয় না,
 জ্বলে কেবল ছড়িয়ে দিতে।
 যে নিজের আগুনে বিশ্বাস রাখে,
 তার অন্ধকারও একদিন আলো হতে চায়।
হীনমন্যতা মানে নিজেকে ভুলে যাওয়া নয়,
 বরং নিজেকে খুঁজে না পাওয়ার ব্যথা।
 তবু একদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলো-
 ‘আমি যথেষ্ট, আমি ঠিক’-
 দেখবে, ছায়াটাও হেসে উঠবে তোমার সঙ্গেই।
 The short URL of the present article is: https://www.nirapadnews.com/xkio
