‘ফল খান দেশি, বল পান বেশি’ বাংলার গ্রামাঞ্চলে এই প্রবাদটি ব্যাপক প্রচলিত। অথচ চাহিদা থাকলেও অনেক ক্ষেত্রে দেশি ফল এখন সর্বত্র পাওয়া যায় না। ফলে শহরের জীবনযাত্রায় বিদেশি ও কম পুষ্টিগুণ সম্পন্ন ফলের গুরুত্বই বেশি।
আর তাই দেশি ফলের স্বাদ নিতে আগামীকাল বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ফল উৎসব’। এই দিন ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ১২:৩০টা পর্যন্ত ফল উৎসব চলবে। ডিআরইউ সদস্যদের জন্য জমজমাট এ অনুষ্ঠানে থাকবে আম, কাঁঠাল, আনারস, বরই, করমচা, জাম্বুরা, কলা, কামরাঙ্গা, আমড়া, পেয়ারা, লটকন, তেঁতুলসহ ১৯ পদের বাহারি ফল।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ফল উৎসবে সংগঠনের সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।