চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শিক্ষকরা। রাজধানীর কাকরাইলে অবস্থানের পর গণঅনশন শুরু করেছেন তারা। এ আন্দোলনে যোগ দিয়েছেন জনপ্রিয় টকশো উপস্থাপক ও জবিছাত্রী দীপ্তি চৌধুরী। গণঅনশনে তার দেওয়া স্লোগান ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
আজ শুক্রবার জবির গণঅনশন কর্মসূচিতে স্লোগান দিতে দেখা যায় দীপ্তি চৌধুরীকে। এ সময় তিনি স্লোগান দেন, ‘মুলা না বোতল’। উপস্থিত জবিশিক্ষার্থীরা তখন বলেন, ‘বোতল, বোতল’। এভাবে স্লোগান দিয়ে যান দীপ্তি।
উল্লেখ্য, গত বুধবার রাত ১০টার দিকে কাকরাইল মসজিদের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপ করা হয়।
বোতল নিক্ষেপকারী হিসেবে ইশতিয়াক শতিয়াক হুসাইন নামের একজনকে চিহ্নিত করা হয়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী।
আজ ইশতিয়াককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল ডিবি। পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।