English

26.8 C
Dhaka
সোমবার, আগস্ট ২৫, ২০২৫
- Advertisement -

দুইজন ইউটিউব খুলে সাংবাদিক সেজে চাঁদাবাজি করেই যাচ্ছে: ইলিয়াস

- Advertisements -

দুই ব্যক্তির বিরুদ্ধে ইঙ্গিত করে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন বলেছেন, এরা ফেসবুক-ইউটিউব খুলে হেড অব নিউজ সেজে নিজেদের সাংবাদিক দাবি করেই যাচ্ছে, তারপরেও কেউ তাদের সাংবাদিক বলে না। ৫ বছর আগে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছিল আমার কাছে। তারপর দুই চাঁদাবাজ ক্ষমা চেয়েছিল, কিন্তু কিছুদিন পরেই আবার চাঁদাবাজি শুরু করে। এখনো প্রতিনিয়ত চাঁদাবাজি করে যাচ্ছে।

আজ রবিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টের কমেন্ট বক্সে একটি ভিডিও দিয়েছেন ইলিয়াস।

পোস্টে তিনি বলেন, “আমি সারাদিনেও একবার বলি না আমি সাংবাদিক, কারণ আমি বললেও মানুষ জানে, না বললেও মানুষ জানে। শুধু সাংবাদিক না, আল্লাহর রহমতে ২০১২ সালে দেশসেরা অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কারটিও আমার। কিন্তু এরা ফেসবুক-ইউটিউব খুলে হেড অব নিউজ সেজে নিজেদের সাংবাদিক দাবি করেই যাচ্ছে, তারপরও কেউ তাদের সাংবাদিক বলে না। কী একটা অবস্থা।”

ইলিয়াস হোসাইন বলেন, “আজ থেকে ৫ বছর আগে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছিল আমার কাছে। তারপর দুই চাঁদাবাজ ক্ষমা চেয়েছিল, কিন্তু কিছুদিন পরেই আবার চাঁদাবাজি শুরু করে। এখনো প্রতিনিয়ত চাঁদাবাজি করে যাচ্ছে। বিভিন্ন ব্যবসায়ী, রাজনীতিবিদদের ব্ল্যাকমেইল করে লাখ লাখ ডলারের মালিক হয়ে গিয়েছে। আমেরিকায় ২-৩ বাড়ির মালিক হয়ে গিয়েছে। দুদিন পরপর বিদেশ ট্যুর দেয়, আবার তারাই নীতিবাক্য বলে!! আমি এসব চোর-ছ্যাঁচড় নিয়ে কথা না বললেও এরা প্রতিদিনই আমার বিরুদ্ধে বলেই যাচ্ছে।”

পোস্টের কমেন্ট বক্সে দেওয়া ভিডিওর কথা তুলে ধরে তিনি লেখেন, “যাই হোক, এই ভিডিওটা খুঁজে পাচ্ছিলাম না, আজকে রফিক আমাকে নিয়ে চাঁদাবাজের একটি ভিডিও দেখে রাগে এটা খুঁজে বের করেছে। ভিডিওটা দেখলেই বুঝবেন এরা কত পবিত্র চাঁদাবাজ।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8upd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন