গতকাল শনিবার সকালে নয়াপল্টস্থ মিড নাইট সান থ্রি চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)’র পক্ষ থেকে নব নির্বাচিত ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র নির্বাচনে বিজয়ী চার নেত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংগঠনের সভাপতি নাসিমা সোমার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, জাতীয় প্রেসক্লাবের সহ সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক, যুগ্ম সচিব অমর চাঁন বণিক, নারী নেত্রী শামীমা দোলা।
এ সময় বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আল মামুন, সম্পাদক মো. মফিজুর রহমান খান বাবু, সহ সভাপতি এস এম মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, পরিচালক কমল চৌধুরী, শাহীন কাওছার, মোশারফ হোসেন, সাজেদুল ইসলাম রাজু, পলি খান, জয়নাল আবেদীন, ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, কার্যনির্বাহী সদস্য নার্গিস জুঁই, রুমানা জামান প্রমুখ। পরে ফুল দিয়ে দুই সাংবাদিক সংগঠনের নব নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধিত করা হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ati3
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন