বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় বক্তারা বলেছেন গণমাধ্যমকে পলিটিকাল টাউট ও সরকারের নিয়ন্ত্রন মুক্ত করা না গেলে বাংলাদেশে মুক্ত গনমাধ্যম আশা করা যায়না। তারা স্বাধীন ও মুক্ত গনমাধ্যম নিশ্চিত করার জন্য সাংবাদিকদের ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন বৃহত্তর ঐক্য ছাড়া স্বাধীন ও মুক্ত গনমাধ্যম নিশ্চিত করা সম্ভব নয়।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ আলোচনাসভার আয়োজন করা হয়। আরজেএফ’র চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অঅলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ।
এর আগে, জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০ টায় এক শোভাযাত্রা শেষে আরজেএফ এক মানববন্ধনের আয়োজন করে। আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাহী সদস্য মুহাম্মদ আবু হানিফ, দৈনিক দিনের আলো’র সম্পাদক মোঃ ফজলুর রহমান জুলফিকার, দৈনিক স্বদেশ বিচিত্রা’র সম্পাদক কবি অশোক ধর, সুপ্রিম কোর্টের আইনজীবী খান চমন-ই-এলাহী, পল্টন থানা বিএনপির নেতা মোঃ ফজলুল হক মনি, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম।
আরজেএফ’র মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আরজেএফ সিনিয়র যুগ্ন মহাসচিব সাজ্জাদ আলম খান সজল। শুভেচ্ছা বক্তব্য রাখেন, আরজেএফ অর্থ সচিব মো: ফারুকুল ইসলাম। এ সময় বিষয়ভিত্তিকক আালোচনায় অংশগ্রহণ করেন, আরজেএফ’র ভাইস চেয়ারম্যান সৈয়দ আল আমিন হোসেন সোহাগ, মাহবুব আরা দুলু, কবি জামান ভূঁইয়া, এম এ সাত্তার মজনু, আইন বিষয়ক সম্পাদক সরদার মোঃ শাহ আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সাহিদুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন হিমেল, দপ্তর সম্পাদক নবাব সালেহ আহমেদ, সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কবি মোঃ মামুন মোল্লা, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক উর্মি রহমান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিলন মল্লিক, সাধারণ পরিষদ সদস্য সৈয়দ ওমর ফারুক ও মোঃ মনির হোসেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিন জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।