English

29.3 C
Dhaka
বুধবার, জুলাই ২৩, ২০২৫
- Advertisement -

মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি: সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক

- Advertisements -

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) ।

মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তারা আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, “এই ভয়াবহ দুর্ঘটনা গোটা জাতিকে শোকাহত করেছে। কোমলমতি শিক্ষার্থীদের নির্মমভাবে প্রাণ হারানোর ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত।”

জেবস নেতারা আরও বলেন, “এ ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় তদন্ত এবং পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসঙ্গে নিহতদের পরিবার ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

এর আগে সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলের একটি একাডেমিক ভবনে বিধ্বস্ত হলে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় অন্তত ২৭ জন নিহত এবং দেড় শতাধিক জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/db6b
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন