জনপ্রিয় নাটক লেখক বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন অ্যাসোসিয়েশন টিভি চ্যানেল ওনার্স-অ্যাটকো নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। সমান সংখ্যক ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন মাছরাঙা টেলিভিশনের অঞ্জন এইচ চৌধুরী। সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হন যথাক্রমে ডিবিসির ইকবাল সোবহান চৌধুরী ও দেশ টিভির আরিফ হাসান। অন্যান্য পরিচালকগণ হলেন, এটিএন বাংলার মাহফুজুর রহমান, বাংলাভিশনের আব্দুল হক, আরটিভির মো. জসিম উদ্দিন, দীপ্ত টিভির কাজী জাহিদুল হাসান, সময় টিভির আহমেদ জোবায়ের,এশিয়ান টিভির লিয়াকত আলী খান মুকুল, নাগরিক টিভির রুবানা হক, একুশে টিভির আবদুস সামাদ,নিউজ টোয়েন্টিফোর-এর সায়েম সোবহান আনভীর, চ্যানেল আইয়ের জহির উদ্দিন মাহমুদ মামুন এবং এনটিভির আশফাক উদ্দিন আহমেদ।
টিপু আলম মিলন বলেন, অ্যাটকো নির্বাচনে আমাকে সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত করায় সম্মানিত সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি যেন এ আস্থার মূল্য দিতে পারি সেটাই হবে আমার একমাত্র ব্রত। শনিবার সরাসরি ভোটে নির্বাচিত হন তারা। ভোট ও ফলাফল শেষে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার আশ্বাস দেন অ্যাটকোর নবনির্বাচিত সভাপতি।
উল্লেখ্য, শনিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির এজিএম ও ভোটগ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করে অ্যাটকো নির্বাচন কমিশন। সকালে অ্যাটকোর কার্যনির্বাহী কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত হয়। অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় অংশ নেন অন্য সদস্যরা। তিন বছর মেয়াদি ১৫টি পরিচালক পদে নির্বাচনের জন্য এবার প্রার্থী ছিলেন ১৯ জন। সরাসরি ভোটের মাধ্যমে শুরুতে ১৫ জন পরিচালক নির্বাচিত হন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/65cs
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন