তিনি বলেন, ‘অনুষ্ঠান আওয়ামী লীগের আয়োজনে হয়েছে এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল। কিন্তু এখানে বিএনপির নেতারা ছিলেন এবং উল্লেখযোগ্য জামায়াতের নেতা ছিলেন।’
জাহেদ উর রহমান তুলনা টেনে বলেন, ‘যারা অনুষ্ঠান বানচাল করল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, উলটো যারা এতে অংশ নিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।’ এ ধরনের পদক্ষেপকে তিনি ভয়ানক নজির হিসেবে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, ‘দেশে মব-রাজনীতির নতুন সংস্কৃতি তৈরি হয়েছে, যেখানে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কেউ কাউকে আক্রমণ করছে বা ভয় দেখাচ্ছে, আবার পুলিশ এসব ঘটনা দেখেও না দেখার ভান করে।’
জাহেদ বলেন, “’৭১ নিয়ে কথা বললেই এখন সেটাকে ‘আওয়ামী লীগের ভাষ্য’ বলে ট্যাগ করা হয়, অথচ এ ইতিহাস সবার।” তার মতে, ধর্মীয় ও রাজনৈতিক প্রতীক ব্যবহার করে এখন মতপ্রকাশের অধিকার হরণ করা হচ্ছে।
সবশেষে তিনি বলেন, ‘সরকার যদি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল না হয়, তাহলে ভবিষ্যতে কেউই নিরাপদ থাকবে না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কারো মত অপ্রিয় হলেও, তাকে দমন করার অধিকার সরকারের নেই।