English

31.2 C
Dhaka
শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫
- Advertisement -

৭১ নিয়ে কথা বললেই এখন সেটাকে ‘আওয়ামী লীগের ভাষ্য’ বলে ট্যাগ করা হয়: জাহেদ উর রহমান

- Advertisements -
রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান জানান, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত একটি অনুষ্ঠানে হট্টগোল এবং পুলিশ হেফাজতে নেওয়া নিয়ে তিনি একটি ভিডিও রেকর্ড করেছিলেন। শুরুতে তিনি ভেবেছিলেন, নিরাপত্তার জন্যই কয়েকজন অতিথিকে ডিবি অফিসে নেওয়া হয়েছে। কিন্তু পরে জানতে পারেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। এতে তিনি বিস্মিত ও ক্ষুব্ধ।
জাহেদ উর রহমানের বক্তব্য অনুযায়ী, এরা কেউ নিষিদ্ধ সংগঠনের সদস্য নন, বরং সমাজে প্রকাশ্যেই বিভিন্ন সময়ে মত প্রকাশ করে আসছিলেন। অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সংবিধান। যেখানে কারো বক্তব্য আইনবিরোধী ছিল না। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে তিনি এসব নিয়ে কথা বলেন।

তিনি বলেন, ‘অনুষ্ঠান আওয়ামী লীগের আয়োজনে হয়েছে এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল। কিন্তু এখানে বিএনপির নেতারা ছিলেন এবং উল্লেখযোগ্য জামায়াতের নেতা ছিলেন।’

জাহেদ উর রহমান তুলনা টেনে বলেন, ‘যারা অনুষ্ঠান বানচাল করল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, উলটো যারা এতে অংশ নিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।’ এ ধরনের পদক্ষেপকে তিনি ভয়ানক নজির হিসেবে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, ‘দেশে মব-রাজনীতির নতুন সংস্কৃতি তৈরি হয়েছে, যেখানে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কেউ কাউকে আক্রমণ করছে বা ভয় দেখাচ্ছে, আবার পুলিশ এসব ঘটনা দেখেও না দেখার ভান করে।’

জাহেদ বলেন, “’৭১ নিয়ে কথা বললেই এখন সেটাকে ‘আওয়ামী লীগের ভাষ্য’ বলে ট্যাগ করা হয়, অথচ এ ইতিহাস সবার।” তার মতে, ধর্মীয় ও রাজনৈতিক প্রতীক ব্যবহার করে এখন মতপ্রকাশের অধিকার হরণ করা হচ্ছে।

সবশেষে তিনি বলেন, ‘সরকার যদি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল না হয়, তাহলে ভবিষ্যতে কেউই নিরাপদ থাকবে না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কারো মত অপ্রিয় হলেও, তাকে দমন করার অধিকার সরকারের নেই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uqvk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন