English

33.4 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

৮ বছর পর ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান

- Advertisements -

নাসিম রুমি: এক সময় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ছিলা ‘লাল গোলাপ’। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো।

অনুষ্ঠানটিতে আমন্ত্রিত অতিথিকে একটি লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতেন সাংবাদিক শফিক রেহমান।

আওয়ামী লীগ সরকার আমলে সেই অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়।

জানা গেছে, বিটিভিতে ফের ফিরছে দর্শকপ্রিয় অনুষ্ঠান ‘লাল গোলাপ’। দীর্ঘ আট বছর পর ফের লাল গোলাপ হাতে দেখা যাবে শফিক রেহমানকে।

ইতোমধ্যে নাকি দুই পর্বের শুটিংও সেরে ফেলেছেন তিনি।

এসব তথ্য দিয়েছেন সাংবাদিক শফিক রেহমান নিজেই।

সম্প্রতি সংবাদ মাধ্যমকে প্রবীণ এ সাংবাদিক জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর থেকে অনুষ্ঠানটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে। এরই মধ্যে অনুষ্ঠানটির দুটি পর্ব রেকর্ড করা হয়েছে।

শফিক রেহমান সবচেয়ে বেশি আলোচনায় আসেন লাল গোলাপ অনুষ্ঠানটি উপস্থাপনা করে। সমসাময়িক দেশি-বিদেশি ঘটনা নিয়ে এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব সাজানো হতো। কোনো একটি নির্দিষ্ট বিষয়ের ওপর প্রতিবেদনও থাকতো। পাশাপাশি দেখানো হতো বিভিন্ন সিনেমার অংশবিশেষ।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় ২০২৩ সালের আগস্টে শফিক রেহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

ওই মামলায় গ্রেপ্তার হওয়ার পর ২০১৬ সালে তাকে পাঁচ মাস কারাগারেও থাকতে হয়েছিল। জামিনে মুক্তি পাওয়ার পর ২০১৮ সালে যুক্তরাজ্যে চলে যান তিনি। গত ৫ আগস্ট সরকার পতনের ছয় বছরের প্রবাসজীবন থেকে ১৮ আগস্ট দেশে ফেরেন শফিক রেহমান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4jsn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন