আল হাদিস
আল কোরআন
২৪৩. তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি মৃত্যুভয়ে যারা নিজেদের গৃহ থেকে বের হয়েছিল? অথচ তারা ছিল বহু সহস্র; তখন আল্লাহ তাদেরকে বললেন, ‘তোমরা মৃত্যুবরণ কর।’ পুনরাং তিনি তাদেরকে জীবন দান করলেন; নিশ্চয় মানবগণের প্রতি আল্লাহ অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা স্বীকার করে না।
২৪৪. তোমরা আল্লাহর পথে সংগ্রাম কর এবং জেনে রেখ যে, নিশ্চয় আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
২৪৫. কে সে যে আল্লাহকে উত্তম ঋণ দান করে? অনন্তর তিনি তাকে তার জন্য বহুগুণ বর্ধিত করেন এবং আল্লাহই (মানুষের আর্থিক অবস্থাকে) সঙ্কুচিত বা সম্প্রসারিত করে থাকেন এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।
আল কোরআন
২৪৩. তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি মৃত্যুভয়ে যারা নিজেদের গৃহ থেকে বের হয়েছিল? অথচ তারা ছিল বহু সহস্র; তখন আল্লাহ তাদেরকে বললেন, ‘তোমরা মৃত্যুবরণ কর।’ পুনরাং তিনি তাদেরকে জীবন দান করলেন; নিশ্চয় মানবগণের প্রতি আল্লাহ অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা স্বীকার করে না।
২৪৪. তোমরা আল্লাহর পথে সংগ্রাম কর এবং জেনে রেখ যে, নিশ্চয় আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
২৪৫. কে সে যে আল্লাহকে উত্তম ঋণ দান করে? অনন্তর তিনি তাকে তার জন্য বহুগুণ বর্ধিত করেন এবং আল্লাহই (মানুষের আর্থিক অবস্থাকে) সঙ্কুচিত বা সম্প্রসারিত করে থাকেন এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।
আল হাদিস
৬ নং পরিচ্ছেদ
অযূর অংগসমূহের উজ্জ্বলতা ও জ্যোতি বৃদ্ধি করার প্রচেষ্টা মুস্তাহাব
১৪১। আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি, কিয়ামতের দিন আমার উম্মতকে তাদের শরীরের অংগসমূহে অযূর উজ্জ্বল চিহ্নের কারণে ‘গুররান মুহাজ্জালীন’ বলে ডাকা হবে। সুতরাং তোমাদের মধ্যে যার যার পক্ষে জ্যোতি বৃদ্ধি করা সম্ভব, সে যেন তা করে।
(বুখারী-কিতাবুল ওযু)
৬ নং পরিচ্ছেদ
অযূর অংগসমূহের উজ্জ্বলতা ও জ্যোতি বৃদ্ধি করার প্রচেষ্টা মুস্তাহাব
১৪১। আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি, কিয়ামতের দিন আমার উম্মতকে তাদের শরীরের অংগসমূহে অযূর উজ্জ্বল চিহ্নের কারণে ‘গুররান মুহাজ্জালীন’ বলে ডাকা হবে। সুতরাং তোমাদের মধ্যে যার যার পক্ষে জ্যোতি বৃদ্ধি করা সম্ভব, সে যেন তা করে।
(বুখারী-কিতাবুল ওযু)