চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো পরিকল্পনা উপজেলা প্রশাসনের নেই। এটি স্রেফ গুজব বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
রোববার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি।
আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘মসজিদ যদি কারো তৈরিই করতে হয় তাহলে মুসলিম পপুলেটেড এরিয়া আছে। চন্দ্রনাথের পাহাড়ের ওপরে মসজিদ বানাতে যাবে, ওখানে নামাজ পড়তে যাবে কে? এটা আসলে গুজব। এটার কোনো ভিত্তি নাই।’
তিনি জানান, সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো পরিকল্পনাও নাই, কোনো স্থাপনাও নাই। এটা ফেসবুকের একটা স্ট্যাটাস মাত্র। অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, এমন পদক্ষেপ নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
ধর্ম উপদেষ্টার ভাষায়, ‘আর আমাদের কথা হচ্ছে যার যার ধর্ম তিনি পালন করবেন। প্রত্যেকের উপাসনার জন্য আলাদা আলাদা একটা ব্যবস্থাপনা আছে। সেখানে আরেকটা ধর্মের উপাসনালয় গেলে এটার সংঘাত অনিবার্য হয়ে পড়ে। আমরা সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে, সহমর্মিতার পক্ষে, টলারেন্সের পক্ষে। যেহেতু চন্দ্রনাথ, সীতাকুণ্ড এই এলাকায় প্রতিবছর দেশ বিদেশ থেকে পুণ্যার্থীরা আসেন এটার স্যাংটিটি। পুণ্যার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাতে পারেন এ ব্যাপারে আমাদের সরকার অত্যন্ত তৎপর। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এইরকম কোনো বিতর্কিত পদক্ষেপ আমরা নিতে যাব না।’