English

28.4 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫
- Advertisement -

দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতির ঘাটতি নেই: ধর্ম উপদেষ্টা

- Advertisements -

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন দুর্গাপূজা চলাকালে যে কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচ্ছিন্ন ঘটনা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মহাশ্মশান কালীমন্দিরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে থাকে, যা মাজার বা মন্দিরের মতো উপাসনালয়কে অপবিত্র করার চেষ্টা করে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তিনি সবাইকে সতর্ক থাকতে হবে। যারা ধর্মীয় স্থাপনায় হামলা করে বা অপবিত্র করতে চায়, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই, তারা কেবল অপরাধী।

পূজামণ্ডপ ও মন্দিরগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর জোর দিয়ে খালিদ হোসেন বলেন, এটি রাতের বেলা হামলা বা ঢিল ছোড়ার মতো ঘটনা প্রতিরোধে সাহায্য করবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দারা এ ব্যাপারে তৎপর রয়েছে।

জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করে হটলাইন চালু রাখা হয়েছে, যাতে কোনো আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সহায়তা পাওয়া যায়। তিনি স্থানীয় বিভিন্ন ধর্মের মানুষকে দুর্গাপূজায় সম্পৃক্ত করার আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, কোনো ব্যক্তি যদি ধর্ম অবমাননা বা অন্য কোনো অপরাধ করেন, তার দায়ভার সম্পূর্ণভাবে ওই ব্যক্তির, কোনো সম্প্রদায়ের নয়। তিনি আইন নিজের হাতে তুলে না নিতে সবার প্রতি অনুরোধ জানান।

তিনি বলেন, বাংলাদেশ সবার প্রথম এবং শেষ ঠিকানা। সাম্প্রদায়িক বিভেদ যারা তৈরি করে, তাদের মানবিকতা বোধ থাকে না। একজন মানুষের ধর্মীয় পরিচয় জানার চেয়ে তার মানবিক পরিচয় জানাটা বেশি জরুরি। তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি রোল মডেল হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করবে।

মতবিনিময় সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিতসহ মন্দিরের পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/s6m1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন