আল কোরআন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা আন আম
মক্কায় অবতীর্ণ
আয়াত : ১৬৫; রুকূ : ২০
১৬২. তুমি বলে দাও ‘আমার নামায, আমার ইবাদত, আমার জীবন ও আমার মরণ সবকিছু সারা জাহানের রব আল্লাহর জন্য।
১৬৩. তাঁর কোন শরীক নেই, আমি এর জন্য আদিষ্ট হয়েছি, আর আত্মসমর্পণ- কারীদের মধ্যে আমিই হলাম প্রথম।’
সূরা আন আম
মক্কায় অবতীর্ণ
আয়াত : ১৬৫; রুকূ : ২০
১৬২. তুমি বলে দাও ‘আমার নামায, আমার ইবাদত, আমার জীবন ও আমার মরণ সবকিছু সারা জাহানের রব আল্লাহর জন্য।
১৬৩. তাঁর কোন শরীক নেই, আমি এর জন্য আদিষ্ট হয়েছি, আর আত্মসমর্পণ- কারীদের মধ্যে আমিই হলাম প্রথম।’
আল হাদিস
ডান হাতে শৌচকর্ম করা নিষিদ্ধ
আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, তোমাদের কেউ যেন কোন কিছু পান করার সময় পাত্রে নিশ্বাস না ফেলে। আর প্রস্রাব-পায়খানা করার সময় কেউ যেন তার ডান হাত দিয়ে পুরুষাংগ না ধরে এবং ডান হাতে সৌচকর্ম না করে। (বুখারী-কিতাবুল ওযূ)
ডান হাতে শৌচকর্ম করা নিষিদ্ধ
আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, তোমাদের কেউ যেন কোন কিছু পান করার সময় পাত্রে নিশ্বাস না ফেলে। আর প্রস্রাব-পায়খানা করার সময় কেউ যেন তার ডান হাত দিয়ে পুরুষাংগ না ধরে এবং ডান হাতে সৌচকর্ম না করে। (বুখারী-কিতাবুল ওযূ)
The short URL of the present article is: https://www.nirapadnews.com/bk7o