English

31 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

প্রতিদিন ১০ বার পরিষ্কার করা হয় কাবা প্রাঙ্গণ

- Advertisements -

মক্কার পবিত্র মসজিদুল হারামে করোনাকালের আগের মতো নামাজ পড়ছেন মুসল্লিরা।  আগের মতো নেই কোনো বিধি-নিষেধ।  তদুপরি সব ধরনের সতর্কতামূলক বিধি-নিষেধ অনুসরণ করা হচ্ছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে। মসজিদ প্রাঙ্গণ জীবাণুমুক্ত রাখতে প্রতিদিন ১০ বার ধোয়া হয়।

সৌদি সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মসজিদুল হারামের ভেতর ও বাইরের প্রাঙ্গণ, মাতাফ, অজুখানা ও অন্যান্য স্থান পরিষ্কার রাখতে প্রতিদিন কাজ করেন ৪৫টি দলে চার হাজার কর্মী। এ কাজে প্রতিদিন পরিবেশবান্ধব ২৫ হাজার লিটার স্যানিটাইজার ব্যবহার করা হয়। এ ছাড়া পাঁচ শর বেশি হাত ধোয়ার অত্যাধুনিক স্বয়ংক্রিয় যন্ত্র রয়েছে। মসজিদুল হারাম প্রাঙ্গণে কীটপতঙ্গ ও পোকামাকড় রোধে ৫০টি পাম্প, ১৫০টি সিজার মব ডিভাইস, ১১টি স্মার্ট রোবট ও আবহাওয়া জীবাণুমুক্ত রাখতে ৫৫০টি হ্যান্ডপাম্প রাখা হয়েছে।

পবিত্র মসজিদের পরিচ্ছন্নতা ও কার্পেট বিভাগের পরিচালক জাবের বিন আহমেদ আল-ওয়াদানি বলেছেন, হাজরে আসওয়াদের ভেতরের অংশ পানি দিয়ে পরিষ্কার করে তা শুকানোর কাজ করেন সংশ্লিষ্ট কর্মীরা। এ সময় পবিত্র কাবাঘরের চারপাশে দ্রুতগতিতে পরিষ্কারের কাজ সম্পন্ন করা হয়। মাত্র ২০ মিনিটে পুরো মাতাফ পরিচ্ছন্ন করা হয়। এরপর পুরো মসজিদ প্রাঙ্গণে সুগন্ধি ছিটানো হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ger2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন